জ্ঞানেশ কুমারকে ইমপিচ প্রস্তাব আনবে ইন্ডিয়া ব্লকের দলগুলি

- আপডেট : ১৮ অগাস্ট ২০২৫, সোমবার
- / 12
পুবের কলম ওয়েবডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনবে ইন্ডিয়া ব্লকের অন্তর্ভুক্ত বিরোধী দলগুলি। সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের সভাপতিত্বে এক বৈঠকে ইণ্ডিয়া ব্লকের দলগুলি এই সিদ্ধান্ত নিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তাঁর ভোট চুরির অভিযোগ নিয়ে ৭ দিনের মধ্যে হলফনামা দিতে বলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনার রবিবার সাংবাদিক সম্মেলনে বলেছেন, হয় রাহুল গান্ধীকে হলফনামা দিতে হবে, নয় জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। বিরোধী দলগুলির বৈঠকে কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসেনই ইমপিচমেন্টের প্রস্তাব দেন। তখন অন্যরা এই বিষয়ের আইনি দিকগুলি খতিয়ে দেখে সেই পথেই এগোনোর কথা বলেন। সংবিধান অনুসারে একজন সুপ্রিম কোর্টের বিচারপতিকে ইমপিচ করতে সংসদের দুই কক্ষের যে গরিষ্ঠতা লাগে মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ করতে একই প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
অর্থাৎ সংসদের দুই কক্ষের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন চাই। সেই গরিষ্ঠতা ইণ্ডিয়া ব্লকের দলগুলির নেই। কোনও কক্ষেই নেই। তবু তারা এই প্রস্তাব এনে মুখ্য নির্বাচন কমিশনারকে চাপের মধ্যে রাখতে বদ্ধপরিকর। বিরোধীরা এই বার্তা দিতে চান যে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে। কংগ্রেস নেতার কথায়, আমাদের হয়তো গরিষ্ঠতা নেই, কিন্তু সংবিধানের স্তম্ভস্বরূপ সংস্থার উপর আঘাত নেমে এলে বা সেই সংস্থা সরকারের কব্জায় আনার চেষ্টা হলে বিরোধী দলগুলির কর্তব্য রুখে দাঁড়ানো। এই বাদল অধিবেশনেই বিরোধী দলগুলি এই বিষয়ে হইচই করতে চায় সংসদে।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ আনায় কমিশন তাকে ঘুরিয়ে সংবিধানের প্রতি অমর্যাদা বলে অভিহিত করেছে। এতে বিরোধীরা বিস্মিত। এদিন মল্লিকার্জুন খারগে অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন তার কর্তব্য পালন না করে উলটে বিরোধীদের প্রশ্ন করতে পারে না।
ভোট দেওয়ার অধিকার সংবিধান স্বীকৃত গুরুত্বপূর্ণ অধিকার। তা কেড়ে নিতে দেব না কাউকে। মহুয়া মৈত্র বলেছেন, নির্বাচন কমিশন কি বিজেপি কর্মীদের আইকিউয়ের সঙ্গে সাধারণ মানুষের আইকিউ এক করে দেখেন? ওরা কিছুই বোঝে না। সাধারণ মানুষ অনেক বেশি বোঝেন।