কাল আট ইস্যুতে সংসদে সরব হবে ইন্ডিয়া ব্লকের ২৪ দল

- আপডেট : ২০ জুলাই ২০২৫, রবিবার
- / 184
নয়াদিল্লি, ২০ জুলাই : আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশনে বিরোধী দলগুলির সমন্বয় গোষ্ঠী ইন্ডিয়া ব্লক পহেলগাঁওতে আততায়ীদের অধরা থাকার প্রসঙ্গ, বিহারের ভোটার তালিকা সংশোধন এবং ভারত-পাক যুদ্ধ মেটানোয় ট্রাম্পের বারংবারের দাবি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হবে।
ইন্ডিয়া ব্লকের নেতাদের ভিডিয়ো কনফারেন্সে বৈঠকে এই সিদ্ধান্তই গৃহীত হয়েছে। তৃণমূল সহ দেশের মোট ২৪ দলের প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দেন। ওই তিন দাবি ছাড়াও বিরোধীরা আরও পাঁচটি বিষয়ে সরকারকে নাস্তানাবুদ করতে চান। বাকি বিষয়গুলি হল, বিদেশনীতির চূড়ান্ত ব্যর্থতা, গাজা ভূখণ্ডে ইসরাইলের লাগাতার হামলা এবং গণহত্যার পরও ভারত সরকার নীরব থেকে দেশের চিরাচরিত ঐতিহ্য ধূলিসাৎ করে ইজরায়েলকে মদদ দিয়ে চলেছে।
নতুন করে বিভিন্ন অঞ্চলের সীমানা নির্দ্ধারণ, সংখ্যালঘু, প্রান্তিক সম্প্রদায়ের মানুষজনের উপর নির্যাতন বৃদ্ধি, ইত্যাদি বিষয়। এই বৈঠকে তৃণমূল সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দিয়ে বলেন, কেন্দ্র ই স্কোয়ার নীতি নিয়ে চলছে। একদিকে বিরোধীদের ব্যতিব্যস্ত করতে ইডিকে ব্যবহার করছে, অন্যদিকে ভোটারদের নাম বাদ দিতে ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছে।
ঠিক হয়েছে, শীঘ্রই ইন্ডিয়া ব্লকের নেতারা মুখোমুখি বৈঠকে মিলিত হবেন। কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেছেন, বিরোধীরা আশা করছেন, প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থেকে আমাদের প্রশ্নের জবাব দেবেন। বিদেশ ভ্রমণের চেয়ে দেশের সংসদ অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তিওয়ারি বলেন, দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাই সুষ্ঠু ভাবে সংসদ চলুক এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচিত হোক। বৈঠকে বিরোধী দলগুলির মধ্যে যে ঐক্য দেখা গিয়েছে তা অভূতপূর্ব। বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তেজস্বী যাদব, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন,শারদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডি রাজা, এম এ বেবি ,দীপঙ্কর ভট্টাচার্য, তিরুচি শিবা, রামগোপাল যাদব প্রমুখ। ফরওয়ার্ড ব্লক এবং আই ইউ এম এল প্রতিনিধিরাও।