০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত জলবায়ু সম্পর্কিত লক্ষ্যমাত্রা পূ্রণে প্রতিশ্রুতিবদ্ধ: মোদি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ জুলাই ২০২৩, শনিবার
  • / 45

পুবের কলম, ওয়েবডেস্ক: : ‘ভারত জলবায়ু সম্পর্কিত কর্মকাণ্ডে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেবে। আমরা সেই লক্ষ্যমাত্রা পূ্রণে প্রতিশ্রুতিবদ্ধ’, শনিবার জি-২০ এনার্জি বৈঠকে দেশবাসীর কাছে এমনই বক্তব্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জি-২০ এনার্জি মন্ত্রীদের বৈঠক চলেছে গোয়াতে। সেই বৈঠকে এক ভিডিও বার্তায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, দেশটি ২০৩০ সালের মধ্যে অ-জীবাশ্ম জ্বালানি ভিত্তিক শক্তি উৎস থেকে তার ইনস্টল করা বিদ্যুৎ শক্তির ৫০ শতাংশের লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা করেছে। প্রধানমন্ত্রী শক্তি নিরাপত্তা বাড়ানোর জন্য আন্তঃজাতিক গ্রিড এবং আন্তঃসংযোগ থাকার প্রয়োজনীয়তার উপর জোর দেন। মোদি বলেন, সবুজ প্রবৃদ্ধি ও শক্তি প্রদর্শনের ক্ষেত্রে ভারত দারুণ প্রচেষ্টা চালাচ্ছে। ভারত বিশ্বের মধ্যে দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে।

আরও পড়ুন: BREAKING, শুভাংশুর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘আমরা আমাদের নন-ফসিল ইনস্টল ইলেকট্রিক ক্যাপাসিটির লক্ষ্যমাত্রায় পৌঁছেছি ৯ বছর আগে। সেই কৃতিত্ব অর্জনের পর আমরা একটি উচ্চতর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিল সহ ৫ দেশে সফর

আমরা পরিকল্পনা করছি ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ নন-ফসিল বিদ্যুৎ উৎপাদন করতে। প্রধানমন্ত্রীর কথায়, বিশ্ব উন্নত, টেকসই, সাশ্রয়ী, অন্তর্ভুক্তিমূলক এবং পরিচ্ছন্ন শক্তি পরিবর্তনের জন্য এই জি-২০ বৈঠকের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে আছে জি-২০ অন্তর্ভুক্ত দেশগুলির দিকে। এবার সময় এসেছে একটা ব্যবস্থা নেওয়ার। বিশ্বব্যাপী এই জলবায়ু পরিবর্তনের লড়াই চলছে। সেই লড়াইয়ে যেন ভারত পিছিয়ে না থাকে, সেটাই দেখতে হবে। আমাদের অবশ্যই উন্নয়নশীল দেশগুলির জন্য স্বল্প খরচে এনার্জির ঘাটতি পূরণ করতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

ভবিষ্যতের জন্য জ্বালানি সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়ে বিশ্বের সমস্ত দেশকে এক হয়ে কাজ করার ডাক মোদির।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত জলবায়ু সম্পর্কিত লক্ষ্যমাত্রা পূ্রণে প্রতিশ্রুতিবদ্ধ: মোদি

আপডেট : ২২ জুলাই ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: : ‘ভারত জলবায়ু সম্পর্কিত কর্মকাণ্ডে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেবে। আমরা সেই লক্ষ্যমাত্রা পূ্রণে প্রতিশ্রুতিবদ্ধ’, শনিবার জি-২০ এনার্জি বৈঠকে দেশবাসীর কাছে এমনই বক্তব্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জি-২০ এনার্জি মন্ত্রীদের বৈঠক চলেছে গোয়াতে। সেই বৈঠকে এক ভিডিও বার্তায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, দেশটি ২০৩০ সালের মধ্যে অ-জীবাশ্ম জ্বালানি ভিত্তিক শক্তি উৎস থেকে তার ইনস্টল করা বিদ্যুৎ শক্তির ৫০ শতাংশের লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা করেছে। প্রধানমন্ত্রী শক্তি নিরাপত্তা বাড়ানোর জন্য আন্তঃজাতিক গ্রিড এবং আন্তঃসংযোগ থাকার প্রয়োজনীয়তার উপর জোর দেন। মোদি বলেন, সবুজ প্রবৃদ্ধি ও শক্তি প্রদর্শনের ক্ষেত্রে ভারত দারুণ প্রচেষ্টা চালাচ্ছে। ভারত বিশ্বের মধ্যে দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে।

আরও পড়ুন: BREAKING, শুভাংশুর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘আমরা আমাদের নন-ফসিল ইনস্টল ইলেকট্রিক ক্যাপাসিটির লক্ষ্যমাত্রায় পৌঁছেছি ৯ বছর আগে। সেই কৃতিত্ব অর্জনের পর আমরা একটি উচ্চতর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিল সহ ৫ দেশে সফর

আমরা পরিকল্পনা করছি ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ নন-ফসিল বিদ্যুৎ উৎপাদন করতে। প্রধানমন্ত্রীর কথায়, বিশ্ব উন্নত, টেকসই, সাশ্রয়ী, অন্তর্ভুক্তিমূলক এবং পরিচ্ছন্ন শক্তি পরিবর্তনের জন্য এই জি-২০ বৈঠকের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে আছে জি-২০ অন্তর্ভুক্ত দেশগুলির দিকে। এবার সময় এসেছে একটা ব্যবস্থা নেওয়ার। বিশ্বব্যাপী এই জলবায়ু পরিবর্তনের লড়াই চলছে। সেই লড়াইয়ে যেন ভারত পিছিয়ে না থাকে, সেটাই দেখতে হবে। আমাদের অবশ্যই উন্নয়নশীল দেশগুলির জন্য স্বল্প খরচে এনার্জির ঘাটতি পূরণ করতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

ভবিষ্যতের জন্য জ্বালানি সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়ে বিশ্বের সমস্ত দেশকে এক হয়ে কাজ করার ডাক মোদির।