০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওষুধ-ভ্যাকসিনের সুষম বন্টনের জন্য প্রস্তুত ভারত : ‘হু’ আধিকারিক

সামিমা এহসানা
  • আপডেট : ৫ জুন ২০২৩, সোমবার
  • / 60

পুবের কলম ওয়েব ডেস্ক: ওষুধ, ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা সংক্রান্ত পরিষেবায় যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে ভারত বলে মনে করছে বিশ্ব স্বাস্থ সংস্থা (হু)। জি ২০ -র হেলথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে উপস্থিত হয়ে এই মন্তব্য করেছেন, হু-র  হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডাঃ মাইকেল রায়ান। তাঁর মতে, কোভিডের মত মহামারীর মোকাবিলা করার মত চিকিৎসা পরিকাঠামো রয়েছে ভারতের। ৪-৬ জুন আয়োজিত এই বৈঠকে জি ২০ অন্তর্ভুক্ত দেশগুলিকে একসঙ্গে একমঞ্চে এসে চিকিৎসা সংক্রান্ত আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তাব দেওয়া হয়। ভবিষ্যতে কোভিডের মতো মহামারীর মোকাবিলায় একটি যৌথ ফোরাম গঠনের প্রস্তাব দেয় ভারত।

সেখানেই ভারতের পিঠ চাপড়ে দিয়েছেন ‘হু’ আধিকারিক। এই ধরণের উদ্যেগের কথা বৈঠকে তুলে ধরার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভারত এই ধরণের যৌথ উদ্যোগে নেতৃত্ব দিতে পারবে বলে আশাবাদী ডাঃ মাইকেল রায়ান।

আরও পড়ুন: বিশ্বজুড়ে সন্তান জন্মানোর হার হু-হু করে কমছে, কারণটা কী?

 

আরও পড়ুন: ‘ডিজিজ এক্স’র জন্য তৈরি থাকুন: হু প্রধান

আরও পড়ুন: ভয়াবহ হবে নতুন ‘ডিজিস এক্স’ ভাইরাস, কোভিডের থেকে ২০ গুন মৃত্যুর আশঙ্কা হু-র

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওষুধ-ভ্যাকসিনের সুষম বন্টনের জন্য প্রস্তুত ভারত : ‘হু’ আধিকারিক

আপডেট : ৫ জুন ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ওষুধ, ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা সংক্রান্ত পরিষেবায় যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে ভারত বলে মনে করছে বিশ্ব স্বাস্থ সংস্থা (হু)। জি ২০ -র হেলথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে উপস্থিত হয়ে এই মন্তব্য করেছেন, হু-র  হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডাঃ মাইকেল রায়ান। তাঁর মতে, কোভিডের মত মহামারীর মোকাবিলা করার মত চিকিৎসা পরিকাঠামো রয়েছে ভারতের। ৪-৬ জুন আয়োজিত এই বৈঠকে জি ২০ অন্তর্ভুক্ত দেশগুলিকে একসঙ্গে একমঞ্চে এসে চিকিৎসা সংক্রান্ত আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তাব দেওয়া হয়। ভবিষ্যতে কোভিডের মতো মহামারীর মোকাবিলায় একটি যৌথ ফোরাম গঠনের প্রস্তাব দেয় ভারত।

সেখানেই ভারতের পিঠ চাপড়ে দিয়েছেন ‘হু’ আধিকারিক। এই ধরণের উদ্যেগের কথা বৈঠকে তুলে ধরার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভারত এই ধরণের যৌথ উদ্যোগে নেতৃত্ব দিতে পারবে বলে আশাবাদী ডাঃ মাইকেল রায়ান।

আরও পড়ুন: বিশ্বজুড়ে সন্তান জন্মানোর হার হু-হু করে কমছে, কারণটা কী?

 

আরও পড়ুন: ‘ডিজিজ এক্স’র জন্য তৈরি থাকুন: হু প্রধান

আরও পড়ুন: ভয়াবহ হবে নতুন ‘ডিজিস এক্স’ ভাইরাস, কোভিডের থেকে ২০ গুন মৃত্যুর আশঙ্কা হু-র