পারস্যের রাজা দারিয়ুসের শিলালিপির খোঁজ ইসরাইলে
ইমামা খাতুন
- আপডেট :
২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্ক: পারস্যের রাজা দারিয়ুস দ্য গ্রেটের নাম সংবলিত ২,৫০০ বছরের পুরানো একটি বিরল শিলালিপির খোঁজ মিলল ইসরাইলে। দক্ষিণ ইসরাইলের একটি প্রত্নতাত্ত্বিক এলাকা থেকে শিলালিপিটি উদ্ধার করা হয়।
দুর্গ দ্বারা সুরক্ষিত প্রাচীন শহর লাচিশে একটি সেরামিক পাত্রের ওপর প্রাচীন শিলালিপিটি প্রথম দর্শনার্থীদের চোখে পড়ে। সেই শিলালিপিটির ওপর প্রাচীন আরামাইক ভাষায় লেখা, ‘দারিয়ুসের ২৪ বছর’।
ইসরাইলি পুরাকীর্তি বিভাগ জানায়, পারস্যের রাজা দারিয়ুসের নাম সংবলিত প্রথম কোনও শিলালিপি আবিষ্কৃত হয়েছে দেশে।
বিশেষজ্ঞদের মতে, শিলালিপিটি আচেমেনিড যুগে পারস্যের রাজকীয় প্রশাসনের প্রশাসনিক লেখা হতে পারে এবং এটি খুব সম্ভবত একজন স্টোররুম কর্মকর্তার হাতে লেখা। দারিয়ুসের দীর্ঘ শাসনকালে, ৫২২ থেকে ৪৮৬ খ্রিস্টপূর্বাধ সময়ের মধ্যে পার্সিয়ান আচেমেনিড সাম্রাজ্য ব্যাপক বিস্তার লাভ করে এবং দারিয়ুসের পুত্র আহাসুয়েরুসের আমলে সাম্রাজ্য আরও ফুলে ফেঁপে ওঠে।
পারস্যের বিস্তৃত প্রশাসনিক এলাকায় সেরামিক মৃৎপাত্রের খণ্ডটির খোঁজ মেলে, যেখানে পারস্যের রাজার কোষাগারের জন্য কর সংগ্রহ করা হতো।