পুবের কলম, স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবারই জানা গিয়েছিল, একদিন পিছিয়ে এ বারের আইপিএল শুরু হবে ২২ মার্চ থেকে। গতবারের চ্যাম্পিয়ন দল হিসেবে সে দিন ইডেনে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, উদ্বোধনী ম্যাচে কেকেআরের সম্ভাব্য প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালের্ঞ্জাস ব্যাঙ্গালোর। তার আগে জমকালো উদ্বোধন অনুষ্ঠান করারও পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
এখনও পর্যন্ত আইপিএলের সূচী চুড়ান্ত হয়নি। তবে উদ্বোধনী ম্যাচে নাইটদের সম্ভাব্য প্রতিপক্ষ বিরাট, রজত পতিদাররা। দুই-তিন দিনের মধ্যে চুড়ান্ত সুচী ঘোষনা করা হতে পারে। প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের একাধিক তারকাকে পারফর্ম করতে দেখা যেতে পারে। উদ্বোধনী ম্যাচ ছাড়ও দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল হবে ইডেনে।
কোয়ালিফায়ার-১ ও এলিমিনেটর হবে হায়দরাবাদে। ফাইনাল ২৫ মে। জানা যাচ্ছে, গতবারের রানার আপ সানরাইজার্স হায়দরাবাদ এ বারের আইপিএল অভিযান শুরু করবে হোম ম্যাচ দিয়ে। আইপিএলের দশটি দলের শহরগুলিতেই হবে ম্যাচ। সেই সঙ্গে গুয়াহাটি ও ধরমশালায় প্রতিযোগিতার ম্যাচের আয়োজন করা হবে।







































