আইপিএলের নিলাম ডিসেম্বরে

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 181
পুবের কলম ওয়েবডেস্ক: ভারত- ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরুর দিনেই জানা গেল আগামী বছরের আইপিএলের নিলামের সম্ভাব্য দিন। এ বারের নিলাম হতে পারে ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। এবং ১৫ নভেম্বরের মধ্যে দলগুলিকে জানাতে হবে, তারা কোন কোন ক্রিকেটারদের রেখে দিচ্ছে।
একটি ক্রিকেট ওয়েবসাইটে এই খবর জানানো হয়েছে। এ বারের নিলাম ভারতেই আয়োজিত হবে। প্রসঙ্গত, গত দু’বারের নিলাম হয়েছিল যথাক্রমে দুবাই এবং সৌদে আরবে। গত বার আইপিএলের পয়েন্ট তালিকায় সবচেয়ে নীচে ছিল মহেন্দ্র সিং ধোনিদের দল চেন্নাই সুপার কিংস।
এ বারের নিলামে এই দলে সবচেয়ে বেশি পরিবর্তন করা হবে বলে মনে করা হচ্ছে। সিএসকে ছেড়ে দিতে চলেছে দীপক হুডা, স্যাম কারেনদের। পাশাপাশি নিলামে নজর থাকবে ভেঙ্কটেশ আইয়ারের দিকেও। যাকে গত বছর প্রায় ২৪ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ভেঙ্কটেশ অবশ্য চুড়ান্ত হতাশ করেন। তাঁকে ছেড়ে দিতে পারে শাহরুখ খানের দল।