আইএস যোগ মার্কিন নারীর; ২০ বছর জেল

- আপডেট : ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 35
পুবের কলম ওয়েব ডেস্ক: সন্ত্রাসী গোষ্ঠী আইএসের এক নারী ব্যাটালিয়নকে নেতৃত্ব ও প্রশিক্ষ দেওয়ার অভিযোগে মার্কিন নারী অ্যালিসন ফ্লুক এক্রেনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আমেরিকার এক আদালত।
৪২ বছর বয়সি অ্যালিসন কানসাসের বাসিন্দা। তার বিরুদ্ধে আট বছর রে ইরাক; সিরিয়া ও লিবিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। অ্যালিসন ১০০-রও বেশি নারীকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা স্বীকার করেছে। ১০ বছরের কম বয়সি শিশুও রয়েছে তাদের মধ্যে। গত জুন মাসে অ্যালিসন একটি মার্কিন আদালতে তার দোষ স্বীকার করে।
মঙ্গলবার আমেরিকার ভার্জিনিয়ার ফেডারেল আদালত অ্যালিসনের সাজার সর্বশেষ রায় দেয়। সাজা ঘোষণার আগে প্রসিকিউটররা বলেন; আইনে তার সর্বোচ্চ সাজা হওয়া উচিত। অন্যদিকে; তার পক্ষের আইনজীবীরা সাজা কমানোর অনুরোধ জানান এবং বলেন; যুদ্ধের কারণে সে ‘ট্রমাটাইজড’ ছিল।
আমেরিকার মধ্য পশ্চিমাঞ্চলীয় কানসাসের একটি ছোট কমিউনিটির বাসিন্দা অ্যালিসন। মার্কিন আইনমন্ত্রক বলছে; দেশ ছেড়ে চলে যাওয়ার আগে শিক্ষকতা পেশায় নিযুক্ত ছিলেন তিনি। মার্কিন বিচার বিভাগ ও পাবলিক রেকর্ডের তথ্য বলছে; অ্যালিসন তার দ্বিতীয় স্বামীর সঙ্গে মধ্যপ্রাচ্যে চলে যান। তার স্বামী যুদ্ধে নিহত হওয়ার পর তিনি আইএসের সক্রিয় সদস্য হন। ৪ বছরের মধ্যে তিনি আইএসের এক নারী নেতা ও সংগঠক হয়ে ওঠেন। আইএসে যোগ দেওয়া মার্কিন নাগরিকদের মোট সংখ্যা এখনও স্পষ্ট নয়। তবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে; প্রায় ৩০০ জন সিরিয়া বা ইরাকে ভ্রমণ করেছেন বা যাওয়ার চেষ্টা চালিয়েছেন।