জমি নিবন্ধন প্রক্রিয়া শুরু করছে ইসরাইল

- আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
- / 12
পূবের কলম ওয়েবডেস্কঃ অধিকৃত পূর্ব জেরুসালেমে আল-আকসা মসজিদ সংলগ্ন জমির মালিকানা নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে ইসরাইল। দেশটির বিচারমন্ত্রক এ সংক্রান্ত নির্দেশ দিয়েছে। আর এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী। তাদের বক্তব্য, অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই কাজটি শত শত ফিলিস্তিনির বসবাসের জন্য হুমকি এবং এ থেকে যেকোনও সময় রক্তক্ষয়ী সংঘাত শুরু হতে পারে।
গত সপ্তাহে ইসরাইলের বিচারমন্ত্রক আবু থর এলাকা এবং আল আকসা মসজিদের দক্ষিণ প্রাচীর সংলগ্ন উমাইয়াদ প্রাসাদ সাইটে ‘জমি নিবন্ধন’ কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে মূলত ইহুদিদের একটি অবৈধ হাউসিং প্রকল্পকে বাস্তবায়ন করা হচ্ছে। এতে ব্যবহার করা হচ্ছে ইসরাইলের সরকারি তহবিল।
ইসরাইলি অধিকার গোষ্ঠী ইর আমিম ও বিমকমের যৌথ বিবৃতি, তহবিলটি মূলত অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনের জন্য জমি নিবন্ধন করতে ব্যবহৃত হচ্ছে। শেষপর্যন্ত এটি ফিলিস্তিনিদের জমিগুলিকে ইসরাইলের জন্য দখল করা সহজ করে দেবে, এবং দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধবে।
বিবৃতিতে বলা হয়েছে, পদক্ষেপটি আবু থর এলাকার শত শত ফিলিস্তিনি বাড়ির জন্য সম্ভাব্য বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এ ছাড়া জমিগুলো আল আকসার নিকটবর্তী হওয়ায় উত্তেজনা বৃদ্ধির তীব্র সম্ভাবনা রয়েছে। এ থেকে রক্তক্ষয়ী সংঘাত শুরু হতে পারে যেকোনও সময়। ইতিমধ্যে ইসরাইলি পরিকল্পনার বিরোধিতা শুরু করেছেন ফিলিস্তিনিরা। তারা মনে করছেন, অনিবন্ধিত সম্পত্তির মালিকানা জোর করে ইসরাইলি সরকার নিজেদের অনুকূলে প্রমাণ করবে