০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের সাংবাদিকদের গুলি করল ইসরাইল; হতাহত ৭

ইমামা খাতুন
  • আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 54

পুবের কলম ওয়েব ডেস্ক: ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের কাছে অভিযান চালিয়ে স্থানীয় এক টিভি চ্যানেলের দুই সাংবাদিকের ওপর গুলি চালিয়েছে যায়নবাদী সেনাবাহিনী।

 

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন সাংবাদিক-সহ ছ’জন। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য জানিয়েছে। এর আগে চলতি বছরই ইসরাইলি সেনার গুলিতে আল-জাজিরার প্রখ্যাত সাংবাদিক শিরিন আবু আকলেহের মৃত্যু হয়।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

 

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

তাঁর মাথার পেছনের অংশে গুলি লাগে। ফিলিস্তিনের সরকারি মিডিয়ায় বলা হয়; সংঘর্ষ চলাকালে ইসরাইলি বাহিনীর গুলিতে আহত হন রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক প্যালেস্টাইন টিভির দুই কর্মী মাহমুদ ফাউজি ও লোয়া আল সামহান। তাদের একজনের হাতে এবং একজনের কাঁধে গুলি লাগে।

জানা যায়; ইসরাইলি সেনার অভিযান চলাকালে নিউজ কভার করছিলেন দুই সাংবাদিক। তাঁদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায় ইসরাইলি সেনা। এই হামলায় ২১ বছর বয়সি আলা নাসের আহমেদ জগাল নিহত হন। ইসরাইলি বাহিনীর ছোড়া গুলি তার মাথা লাগে। এ দিকে ইসরাইলি সেনা জানায়; তারা হামাস কর্মীদের রতে এই অভিযান চালিয়েছে। তবে প্রতিবারের মতো এবারও ইসরাইলি গুলিতে ফিলিস্তিনি রক্ত ঝরল।

উল্লেখ্য; চলতি বছর ১৬৫ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এদের মধ্যে অবরুদ্ধ গাজ উপত্যকার ৫১ জন রয়েছে। এবং পশ্চিম তীর ও পশ্চিম জেরুসালেমের ১১০ জন রয়েছ। অপরদিকে গত মে থেকে এ পর্যন্ত কমপক্ষে দু’জন ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে ফিলিস্তিনিদের গুলিতে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের সাংবাদিকদের গুলি করল ইসরাইল; হতাহত ৭

আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের কাছে অভিযান চালিয়ে স্থানীয় এক টিভি চ্যানেলের দুই সাংবাদিকের ওপর গুলি চালিয়েছে যায়নবাদী সেনাবাহিনী।

 

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন সাংবাদিক-সহ ছ’জন। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য জানিয়েছে। এর আগে চলতি বছরই ইসরাইলি সেনার গুলিতে আল-জাজিরার প্রখ্যাত সাংবাদিক শিরিন আবু আকলেহের মৃত্যু হয়।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

 

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

তাঁর মাথার পেছনের অংশে গুলি লাগে। ফিলিস্তিনের সরকারি মিডিয়ায় বলা হয়; সংঘর্ষ চলাকালে ইসরাইলি বাহিনীর গুলিতে আহত হন রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক প্যালেস্টাইন টিভির দুই কর্মী মাহমুদ ফাউজি ও লোয়া আল সামহান। তাদের একজনের হাতে এবং একজনের কাঁধে গুলি লাগে।

জানা যায়; ইসরাইলি সেনার অভিযান চলাকালে নিউজ কভার করছিলেন দুই সাংবাদিক। তাঁদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায় ইসরাইলি সেনা। এই হামলায় ২১ বছর বয়সি আলা নাসের আহমেদ জগাল নিহত হন। ইসরাইলি বাহিনীর ছোড়া গুলি তার মাথা লাগে। এ দিকে ইসরাইলি সেনা জানায়; তারা হামাস কর্মীদের রতে এই অভিযান চালিয়েছে। তবে প্রতিবারের মতো এবারও ইসরাইলি গুলিতে ফিলিস্তিনি রক্ত ঝরল।

উল্লেখ্য; চলতি বছর ১৬৫ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এদের মধ্যে অবরুদ্ধ গাজ উপত্যকার ৫১ জন রয়েছে। এবং পশ্চিম তীর ও পশ্চিম জেরুসালেমের ১১০ জন রয়েছ। অপরদিকে গত মে থেকে এ পর্যন্ত কমপক্ষে দু’জন ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে ফিলিস্তিনিদের গুলিতে।