০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের গাজায় বিমান হামলা ইসরাইলের ; শক্ত প্রতিরোধ হামাসের

ইমামা খাতুন
  • আপডেট : ২১ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
  • / 30

পুবের কলম ওয়েবডেস্কঃ গতবছরের ঘটনা। টানা ১১ দিন ধরে গাজায় বিমান হামলা চালিয়েছিল ইসরাইল। এতে বহু নিরীহ মানুষ নিহত হয়েছিলেন। অবরুদ্ধ গাজার অর্থনীতি ও অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল, পথে নেমে এসেছিল বহু পরিবার। সেই ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি ফিলিস্তিন। কিন্তু তা সত্ত্বেও মজলুমদের ওপর হামলা থামেনি। নতুন করে ফের গাজায় আক্রমণ শুরু করেছে  ইহুদি বিমানবাহিনী। বৃহস্পতিবার গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর জবাবে ইসরাইল ফিলিস্তিনের গাজায় পাল্টা বোমা ফেলেছে। বুধবার সন্ধ্যায় গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহরের একটি বাগানে রকেট হামলা চলে। এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তাৎক্ষণিক জবাব দেয় ইসরাইল। মধ্যরাতে গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চলে। ইসরাইলের সেনা বলছে, তারা গাজায় একটি সামরিক স্থাপনা এবং রকেট তৈরির সরঞ্জাম সরবরাহ করা হয় এমন একটি টানেল লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার শাসকদল ও প্রতিরোধ আন্দোলন হামাস জানায়, তারা ইসরাইলি বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য রকেট ছুঁড়েছে। এদিকে, মুসলিমদের পবিত্র মাস রমযানের পাশাপাশি ইহুদিদের পাসওভার ফেস্টিভালের কারনে উত্তেজনা আরও বাড়ছে। মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ইসরাইলে বিক্ষিপ্ত ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই আরব বংশের বা অসামরিক ইহুদি নাগরিক। এর আগে, গত ২২ মার্চ থেকে ইসরাইলি হামলায় মোট ২৩ ফিলিস্তিনি নিহত হন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জেরুসালেমের পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয়পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

 

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

 

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

 

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের গাজায় বিমান হামলা ইসরাইলের ; শক্ত প্রতিরোধ হামাসের

আপডেট : ২১ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ গতবছরের ঘটনা। টানা ১১ দিন ধরে গাজায় বিমান হামলা চালিয়েছিল ইসরাইল। এতে বহু নিরীহ মানুষ নিহত হয়েছিলেন। অবরুদ্ধ গাজার অর্থনীতি ও অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল, পথে নেমে এসেছিল বহু পরিবার। সেই ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি ফিলিস্তিন। কিন্তু তা সত্ত্বেও মজলুমদের ওপর হামলা থামেনি। নতুন করে ফের গাজায় আক্রমণ শুরু করেছে  ইহুদি বিমানবাহিনী। বৃহস্পতিবার গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর জবাবে ইসরাইল ফিলিস্তিনের গাজায় পাল্টা বোমা ফেলেছে। বুধবার সন্ধ্যায় গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহরের একটি বাগানে রকেট হামলা চলে। এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তাৎক্ষণিক জবাব দেয় ইসরাইল। মধ্যরাতে গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চলে। ইসরাইলের সেনা বলছে, তারা গাজায় একটি সামরিক স্থাপনা এবং রকেট তৈরির সরঞ্জাম সরবরাহ করা হয় এমন একটি টানেল লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার শাসকদল ও প্রতিরোধ আন্দোলন হামাস জানায়, তারা ইসরাইলি বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য রকেট ছুঁড়েছে। এদিকে, মুসলিমদের পবিত্র মাস রমযানের পাশাপাশি ইহুদিদের পাসওভার ফেস্টিভালের কারনে উত্তেজনা আরও বাড়ছে। মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ইসরাইলে বিক্ষিপ্ত ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই আরব বংশের বা অসামরিক ইহুদি নাগরিক। এর আগে, গত ২২ মার্চ থেকে ইসরাইলি হামলায় মোট ২৩ ফিলিস্তিনি নিহত হন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জেরুসালেমের পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয়পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

 

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

 

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

 

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের