০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফিফার নিয়মের প্যাঁচে একই বিমানে বিশ্বকাপে যাবেন ইসরাইলি-ফিলিস্তিনিরা

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ নভেম্বর ২০২২, রবিবার
  • / 209

পুবের কলম ওয়েব ডেস্ক: কাতার বিশ্বকাপে খেলা দেখতে যাওয়ার জন্য ১০ হাজারের বেশি ফিলিস্তিনি ও ইসরাইলি নাগরিকেরা টিকিট কিনেছেন। বিশ্বকাপ আয়োজনের চুক্তি অনুযায়ী, বিশ্বের কোনো দেশের ভক্তকেই নিজেদের দেশে ঢুকতে না করতে পারবে না আয়োজক দেশ। ইসরাইল ও ফিলিস্তিনের রাজনৈতিক অস্থিরতার কারণে কাতার এই বিষয়টি কিভাবে সামাল দেবে, তা নিয়ে বেশ চিন্তায় ছিল।

 

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

যদিও ইসরাইল চাইছিল, কাতারে যেতে তাদের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যেন ফ্লাইট চালু করা হয়। সেই অনুযায়ী তারা ফিফার কাছে বার বার অনুরোধ করায় শেষ পর্যন্ত সাড়া পেল। ইসরাইল থেকে সরাসরি বিশেষ ফ্লাইট চালুর বিষয়ে রাজি হয়েছে কাতার। ফিফা জানিয়েছে, সরাসরি এই ফ্লাইটে করে ইসরাইলি ও ফিলিস্তিনি নাগরিকরা কাতারে গিয়ে বিশ্বকাপ ফুটবল দেখতে পারবেন। যেহেতু, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে কোনও কূটনৈতিক সম্পর্ক নেই, তাই একই ফ্লাইটে তারা কীভাবে একসঙ্গে কাতারে যাবেন, সে ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: Israel’s Supreme Court : ফিলিস্তিনি বন্দিদের খেতে দিচ্ছে না নেতানিয়াহু সরকার

 

আরও পড়ুন: ইসরাইল ম্যাচের লভ্যাংশ ফিলিস্তিনিদের দেবে নরওয়ে

এ ব্যাপারে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মনে করছেন, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। তিনি বলেন, ‘এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে সম্পর্ক উন্নয়নের একটি ভিত তৈবি হল। এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিন ও ইসরাইলি নাগরিকরা একই ফ্লাইটে কাতারে গিয়ে বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে পারবেন।’ এক বিবৃতিতে এ বিষয়ে ফিফা জানিয়েছে, এই বিশেষ ফ্লাইট ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবে। সবার নিরাপত্তার যাবতীয় দায়-দায়িত্ব তাদের।

 

 

ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ এই চুক্তিকে স্বাগত জানালেও, একই ফ্লাইটে ফিলিস্তিনি নাগরিকরা যে থাকবেন, সে কথা তিনি নিজের বিতৃতিতে উল্লেখ করেননি। একই সঙ্গে আয়োজক কাতার অবশ্য ইসরাইলি প্রশাসককে সাফ জানিয়ে দিয়েছে, ইসরাইল ও ফিলিস্তিনি ফুটবলপ্রেমীরা যখন একই ফ্লাইটে যাত্রা করবেন, তখন যদি গাজা, জেরুসালেম ও পশ্চিম তীরে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে তৈরি হলে তারা ওই ফ্লাইট সার্ভিস বন্ধ করে দেবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিফার নিয়মের প্যাঁচে একই বিমানে বিশ্বকাপে যাবেন ইসরাইলি-ফিলিস্তিনিরা

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: কাতার বিশ্বকাপে খেলা দেখতে যাওয়ার জন্য ১০ হাজারের বেশি ফিলিস্তিনি ও ইসরাইলি নাগরিকেরা টিকিট কিনেছেন। বিশ্বকাপ আয়োজনের চুক্তি অনুযায়ী, বিশ্বের কোনো দেশের ভক্তকেই নিজেদের দেশে ঢুকতে না করতে পারবে না আয়োজক দেশ। ইসরাইল ও ফিলিস্তিনের রাজনৈতিক অস্থিরতার কারণে কাতার এই বিষয়টি কিভাবে সামাল দেবে, তা নিয়ে বেশ চিন্তায় ছিল।

 

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

যদিও ইসরাইল চাইছিল, কাতারে যেতে তাদের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যেন ফ্লাইট চালু করা হয়। সেই অনুযায়ী তারা ফিফার কাছে বার বার অনুরোধ করায় শেষ পর্যন্ত সাড়া পেল। ইসরাইল থেকে সরাসরি বিশেষ ফ্লাইট চালুর বিষয়ে রাজি হয়েছে কাতার। ফিফা জানিয়েছে, সরাসরি এই ফ্লাইটে করে ইসরাইলি ও ফিলিস্তিনি নাগরিকরা কাতারে গিয়ে বিশ্বকাপ ফুটবল দেখতে পারবেন। যেহেতু, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে কোনও কূটনৈতিক সম্পর্ক নেই, তাই একই ফ্লাইটে তারা কীভাবে একসঙ্গে কাতারে যাবেন, সে ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: Israel’s Supreme Court : ফিলিস্তিনি বন্দিদের খেতে দিচ্ছে না নেতানিয়াহু সরকার

 

আরও পড়ুন: ইসরাইল ম্যাচের লভ্যাংশ ফিলিস্তিনিদের দেবে নরওয়ে

এ ব্যাপারে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মনে করছেন, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। তিনি বলেন, ‘এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে সম্পর্ক উন্নয়নের একটি ভিত তৈবি হল। এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিন ও ইসরাইলি নাগরিকরা একই ফ্লাইটে কাতারে গিয়ে বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে পারবেন।’ এক বিবৃতিতে এ বিষয়ে ফিফা জানিয়েছে, এই বিশেষ ফ্লাইট ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবে। সবার নিরাপত্তার যাবতীয় দায়-দায়িত্ব তাদের।

 

 

ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ এই চুক্তিকে স্বাগত জানালেও, একই ফ্লাইটে ফিলিস্তিনি নাগরিকরা যে থাকবেন, সে কথা তিনি নিজের বিতৃতিতে উল্লেখ করেননি। একই সঙ্গে আয়োজক কাতার অবশ্য ইসরাইলি প্রশাসককে সাফ জানিয়ে দিয়েছে, ইসরাইল ও ফিলিস্তিনি ফুটবলপ্রেমীরা যখন একই ফ্লাইটে যাত্রা করবেন, তখন যদি গাজা, জেরুসালেম ও পশ্চিম তীরে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে তৈরি হলে তারা ওই ফ্লাইট সার্ভিস বন্ধ করে দেবে।