০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আবার জেল হেফাজত মানিকের স্ত্রী ও পুত্রের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার
  • / 18

পারিজাত মোল্লা :  সোমবার কলকাতার সিটি সেশন কোর্টে পেশ করা হয়েছিল প্রাক্তন প্রাথমিক শিক্ষা সংসদ এর  সভাপতি  মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র সৌভিক ভট্টাচার্যকে।

আদালতে এদিন তাঁদের তোলার পরে ইডির আইনজীবী বিচারককে জানান,  আগের শুনানিতে  ইডি আদালতে মানিকের পুত্র ও স্ত্রীকে জেল হেফাজতে পাঠানোর যে অর্ডার দেওয়া হয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিযুক্তরা হাইকোর্টে আবেদন করেছেন। জামিনের আবেদন করেননি।

আরও পড়ুন: বৃদ্ধের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ, অভিযোগকারিকে জেল হেফাজতের নির্দেশ আদালতের

তাই এই  দুজনকে ফের জেল হেফাজতে পাঠানো হোক’। তবে অভিযুক্তদের আইনজীবীরা এদিন কোনও সওয়াল করেননি।

আরও পড়ুন: ফের ১৪ দিনের জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ অন্যান্যরা

এর আগের শুনানিতে ইডিকে আদালত প্রশ্ন করেছিল, -‘এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন এতদিন গ্রেফতার করা হয়নি মানিকের স্ত্রী-পুত্রকে’।

আরও পড়ুন: জেল হেফাজতে প্রসন্ন-প্রদীপদের জেরা করার ছাড়পত্র সিবিআইকে 

সেসময় ইডি জানায়, -‘গ্রেফতারের প্রয়োজনীয়তা ছিল না’। এরপরই আদালত শতরূপা ভট্টাচার্য ও পুত্র সৌভিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দেয়। মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও ছেলে সৌভিক ভট্টাচার্যের আবারও জেল হেফাজত হয়। এদিন আদালত সেই নির্দেশই দিল। ১৯ মার্চ  পর্যন্ত জেল হেফাজত মানিকের স্ত্রী ও ছেলের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবার জেল হেফাজত মানিকের স্ত্রী ও পুত্রের

আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার

পারিজাত মোল্লা :  সোমবার কলকাতার সিটি সেশন কোর্টে পেশ করা হয়েছিল প্রাক্তন প্রাথমিক শিক্ষা সংসদ এর  সভাপতি  মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র সৌভিক ভট্টাচার্যকে।

আদালতে এদিন তাঁদের তোলার পরে ইডির আইনজীবী বিচারককে জানান,  আগের শুনানিতে  ইডি আদালতে মানিকের পুত্র ও স্ত্রীকে জেল হেফাজতে পাঠানোর যে অর্ডার দেওয়া হয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিযুক্তরা হাইকোর্টে আবেদন করেছেন। জামিনের আবেদন করেননি।

আরও পড়ুন: বৃদ্ধের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ, অভিযোগকারিকে জেল হেফাজতের নির্দেশ আদালতের

তাই এই  দুজনকে ফের জেল হেফাজতে পাঠানো হোক’। তবে অভিযুক্তদের আইনজীবীরা এদিন কোনও সওয়াল করেননি।

আরও পড়ুন: ফের ১৪ দিনের জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ অন্যান্যরা

এর আগের শুনানিতে ইডিকে আদালত প্রশ্ন করেছিল, -‘এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন এতদিন গ্রেফতার করা হয়নি মানিকের স্ত্রী-পুত্রকে’।

আরও পড়ুন: জেল হেফাজতে প্রসন্ন-প্রদীপদের জেরা করার ছাড়পত্র সিবিআইকে 

সেসময় ইডি জানায়, -‘গ্রেফতারের প্রয়োজনীয়তা ছিল না’। এরপরই আদালত শতরূপা ভট্টাচার্য ও পুত্র সৌভিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দেয়। মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও ছেলে সৌভিক ভট্টাচার্যের আবারও জেল হেফাজত হয়। এদিন আদালত সেই নির্দেশই দিল। ১৯ মার্চ  পর্যন্ত জেল হেফাজত মানিকের স্ত্রী ও ছেলের।