০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাহুলের পর জাতিশুমারির দাবিতে মোদিকে চিঠি খাড়গের

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, সোমবার
  • / 102

পুবের কলম,ওয়েবডেস্ক: নতুন করে জাতি ভিত্তিক জনগণনা নিয়ে সরব কংগ্রেস। এবার জাতিশুমারির দাবিতে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বেশ কিছু অ-বিজেপি রাজনৈতিক দলও জাতিশুমারি নিয়ে কংগ্রেসকে সমর্থন করেছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠিতে খাড়গে লিখেছেন,  বিভিন্ন জাতির উন্নতিকল্পে, তাঁদের আর্থসামাজিক পরিস্থিতি জানার জন্য জাতিশুমারি খুবই গুরুত্বপূর্ণ। ২০২১ সাল থেকে  নিয়মিত জাতি ভিত্তিক গণনা হওয়ার কথা থাকলেও তা এখনও হয়ে ওঠেনি।

চিঠিতে তিনি আরও লিখেছেন, সরকারের কাছে আপ-টু-ডেট জাতিশুমারি নেই। আর এর  ফল ভয়াবহ হতে পারে। শেষ ২০১১-১২ সালে জাতিভিত্তিক জনগণনা করেছিল  কংগ্রেসের ইউপিএ সরকার। তারপর থেকে একবারও জাতিশুমারি হয়নি। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেস দাবি করেছিল জাতিশুমারি প্রকাশ্যে আনতে হবে। তবে তাতে কর্ণপাত করেনি বিজেপি সরকার।

উল্লেখ্য, রবিবার কর্নাটকের কোলারে এক জনসভা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সেখানে  জাতিশুমারি প্রসঙ্গে মোদিকে তোপ দাগেন তিনি। বলেন, অনুগ্রহ করে  জাতিশুমারির তথ্য প্রকাশ আনুন। যাতে দেশ জানতে পারে বর্তমানে ওবিসি, দলিত এবং উপজাতিদের জনসংখ্যা কত। আপনি যদি এই কাজ না করেন, তবে তা ওবিসিদের জন্য অপমান।

অন্যদিকে এই বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, জাতিশুমারির তথ্য প্রকাশ   করার দায়িত্ব কেন্দ্রের। অভিযোগ, ১৩ বছর হয়ে গেলেও দেশে কোনও জাতিশুমারি হয়নি।  পাশাপাশি, নেতা তেজস্বী যাদব বলেন, আমরা সব দলের কাছে জাতিশুমারির দাবি জানিয়েছি। সর্বত্র এই শুমারি করা উচিত।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাহুলের পর জাতিশুমারির দাবিতে মোদিকে চিঠি খাড়গের

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: নতুন করে জাতি ভিত্তিক জনগণনা নিয়ে সরব কংগ্রেস। এবার জাতিশুমারির দাবিতে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বেশ কিছু অ-বিজেপি রাজনৈতিক দলও জাতিশুমারি নিয়ে কংগ্রেসকে সমর্থন করেছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠিতে খাড়গে লিখেছেন,  বিভিন্ন জাতির উন্নতিকল্পে, তাঁদের আর্থসামাজিক পরিস্থিতি জানার জন্য জাতিশুমারি খুবই গুরুত্বপূর্ণ। ২০২১ সাল থেকে  নিয়মিত জাতি ভিত্তিক গণনা হওয়ার কথা থাকলেও তা এখনও হয়ে ওঠেনি।

চিঠিতে তিনি আরও লিখেছেন, সরকারের কাছে আপ-টু-ডেট জাতিশুমারি নেই। আর এর  ফল ভয়াবহ হতে পারে। শেষ ২০১১-১২ সালে জাতিভিত্তিক জনগণনা করেছিল  কংগ্রেসের ইউপিএ সরকার। তারপর থেকে একবারও জাতিশুমারি হয়নি। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেস দাবি করেছিল জাতিশুমারি প্রকাশ্যে আনতে হবে। তবে তাতে কর্ণপাত করেনি বিজেপি সরকার।

উল্লেখ্য, রবিবার কর্নাটকের কোলারে এক জনসভা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সেখানে  জাতিশুমারি প্রসঙ্গে মোদিকে তোপ দাগেন তিনি। বলেন, অনুগ্রহ করে  জাতিশুমারির তথ্য প্রকাশ আনুন। যাতে দেশ জানতে পারে বর্তমানে ওবিসি, দলিত এবং উপজাতিদের জনসংখ্যা কত। আপনি যদি এই কাজ না করেন, তবে তা ওবিসিদের জন্য অপমান।

অন্যদিকে এই বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, জাতিশুমারির তথ্য প্রকাশ   করার দায়িত্ব কেন্দ্রের। অভিযোগ, ১৩ বছর হয়ে গেলেও দেশে কোনও জাতিশুমারি হয়নি।  পাশাপাশি, নেতা তেজস্বী যাদব বলেন, আমরা সব দলের কাছে জাতিশুমারির দাবি জানিয়েছি। সর্বত্র এই শুমারি করা উচিত।