Breaking: ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা

- আপডেট : ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সূচনা আজ। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত রয়েছেন টলিউড-বলিউড মিলিয়ে একঝাঁক তারকা। রয়েছেন বলি তারকা সলমন খান, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, অনিল কাপুর, পরিচালক মহেশ ভাট প্রমুখ। রয়েছেন বাংলার বর্ষীয়ান শিল্পী, কিংবদন্তী তারকা সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী। রয়েছেন সৌরভ গাঙ্গুলি। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। ‘বাংলার মাটি বাংলার জল’গানটি পরিবেশন করা হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার মানুষ সিনেমার কদর করতে জানে। বাংলার মানুষ সিনেমা প্রেমী, সিনেমাকে ভালোবাসে। বাংলা দেশের সাংস্কৃতিক রাজধানী। শত্রুঘ্ন সিনহা বলেছেন, ভয় পাওয়ার কিছু নেই। বাংলা ভয় পায় না। বিরোধীদের কটাক্ষ করে মমতা বলেন, আমরা দেশকে ভালোবাসি, কেউ দেশকে ভাগ করতে পারবে না। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলাই এখন ফিল্ম ডেস্টিনেশন। মমতা অনুষ্ঠানে আসা সকল অতিথিদের প্রশংসা করে এখান ফিল্ম ফেস্টিভ্যালে আসার জন্য সকলকে ধন্যবাদ জানান। মমতা বলেন, সৌরভ গাঙ্গুলী আমার ভাইয়ের মতো, ও বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ।