২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মেসির পায়ের জাদুতে কাপ আসুক আর্জেন্টিনায়, গলা ফাটাতে সস্ত্রীক কাতার গেলেন সৌরভ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 31

 

 

আরও পড়ুন: কোহলি আনফলো করায় তাকে কড়া জবাব দিলেন সৌরভ

 

আরও পড়ুন: সৌরভকে পাঠানো হল না আইসিসিতে, এটা লজ্জাজনক : মমতা

 

আরও পড়ুন: নীরবতা ভাঙলেন সৌরভ, দিলেন দার্শনিক উত্তর

 

পুবের কলম ওয়েবডেস্ক:  লন্ডন থেকে কলকাতা হয়ে কাতার। একদম এইভাবেই সাজানো প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সফরসূচি। লন্ডন থেকে কলকাতা এসেছিলেন কলকাতা চলচ্চিত্রে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে। এরপর রবিবার সকালে ফের কাতারের বিমান ধরলেন। সঙ্গে আছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও।

 

আজ রাতেই বিশ্ব ফুটবলের মহারণ। মেসি না এমবাপ্পে কে হাসবন শেষ হাসি  এখন সেটাই দেখার। ফুটবল অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন মেসি বনাম এমবাপ্পের ডুয়েল দেখার জন্য। পরপর দু দুবার কি কাপ ঘরে তুলতে পারবে ফ্রান্স না এই বিশ্বকাপ লেখা হয়ে থাকবে মেসির নামে।

মারাদোনার অন্ধভক্ত সৌরভ কিন্তু স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাননি , তাই মেসির আর্জেন্টিনা যখন   ফাইনালে সেই সুযোগ মিস করতে চাননি মহারাজ। ভারতীয় সময় সাড়ে আটটায় ম্যাচ শুরু, বিকেলের মধ্যেই কাতারে পৌঁছে যাবেন সস্ত্রীক সৌরভ। সঙ্গে একটাই প্রার্থনা কাপ জিতুক মেসির আর্জেন্টিনা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেসির পায়ের জাদুতে কাপ আসুক আর্জেন্টিনায়, গলা ফাটাতে সস্ত্রীক কাতার গেলেন সৌরভ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার

 

 

আরও পড়ুন: কোহলি আনফলো করায় তাকে কড়া জবাব দিলেন সৌরভ

 

আরও পড়ুন: সৌরভকে পাঠানো হল না আইসিসিতে, এটা লজ্জাজনক : মমতা

 

আরও পড়ুন: নীরবতা ভাঙলেন সৌরভ, দিলেন দার্শনিক উত্তর

 

পুবের কলম ওয়েবডেস্ক:  লন্ডন থেকে কলকাতা হয়ে কাতার। একদম এইভাবেই সাজানো প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সফরসূচি। লন্ডন থেকে কলকাতা এসেছিলেন কলকাতা চলচ্চিত্রে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে। এরপর রবিবার সকালে ফের কাতারের বিমান ধরলেন। সঙ্গে আছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও।

 

আজ রাতেই বিশ্ব ফুটবলের মহারণ। মেসি না এমবাপ্পে কে হাসবন শেষ হাসি  এখন সেটাই দেখার। ফুটবল অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন মেসি বনাম এমবাপ্পের ডুয়েল দেখার জন্য। পরপর দু দুবার কি কাপ ঘরে তুলতে পারবে ফ্রান্স না এই বিশ্বকাপ লেখা হয়ে থাকবে মেসির নামে।

মারাদোনার অন্ধভক্ত সৌরভ কিন্তু স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাননি , তাই মেসির আর্জেন্টিনা যখন   ফাইনালে সেই সুযোগ মিস করতে চাননি মহারাজ। ভারতীয় সময় সাড়ে আটটায় ম্যাচ শুরু, বিকেলের মধ্যেই কাতারে পৌঁছে যাবেন সস্ত্রীক সৌরভ। সঙ্গে একটাই প্রার্থনা কাপ জিতুক মেসির আর্জেন্টিনা।