১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ১৬ জুলাই ২০২৫, বুধবার
  • / 44

পুবের কলম ওয়েবডেস্ক: ভিনরাজ্যে বাঙালিদের লাগাতার হেনস্তার প্রতিবাদে আজই রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল, যা যাবে ডোরিনা ক্রসিং পর্যন্ত। মিছিল শেষে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্রে জানা গেছে, এদিনের কর্মসূচিকে ঘিরে কলকাতা শহরজুড়ে গড়ে তোলা হয়েছে কড়া নিরাপত্তাবলয়। রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন থাকবেন প্রায় ১,৫০০ পুলিশ কর্মী। এছাড়াও নজরদারির জন্য লাগানো হয়েছে নজরদারি ক্যামেরা ও ড্রোন।

আরও পড়ুন: আইএসএল স্থগিত! সোশ্যাল সাইটে আবেগঘন পোস্ট ছেত্রীর

ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনি সহ একাধিক রাজ্যে বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে সম্প্রতি। অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বললেই নিপীড়নের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কোথাও বিদ্যুৎ সংযোগ, কোথাও আবার জলের লাইন কেটে দেওয়া হচ্ছে বলেও খবর।

আরও পড়ুন: অবশেষে মুক্তি পেলেন ওড়িশায় আটক ৫০ জন বাঙালি পরিযায়ী শ্রমিক

এই পরিস্থিতি নিয়ে দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়া এক্স-এ (পূর্বতন টুইটার) ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি রাজপথে নেমে প্রতিবাদ জানাতে চলেছেন তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে পিআইবি-র গণমেল কর্মসূচি, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী সহ সাংবিধানিক পদাধিকারীদের দিচ্ছে চিঠি

গত রবিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মিছিলের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। শুধু কলকাতা নয়, রাজ্যের প্রতিটি জেলাতেও আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে।

তৃণমূল কংগ্রেসের দাবি— দেশের যেখানেই বাঙালির উপর আঘাত আসবে, সেখানেই দলের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হবে। দলীয় সূত্রে আরও জানানো হয়েছে, এই প্রতিবাদ শুধু রাজনৈতিক বার্তা নয়, বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষার আন্দোলন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

আপডেট : ১৬ জুলাই ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভিনরাজ্যে বাঙালিদের লাগাতার হেনস্তার প্রতিবাদে আজই রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল, যা যাবে ডোরিনা ক্রসিং পর্যন্ত। মিছিল শেষে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্রে জানা গেছে, এদিনের কর্মসূচিকে ঘিরে কলকাতা শহরজুড়ে গড়ে তোলা হয়েছে কড়া নিরাপত্তাবলয়। রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন থাকবেন প্রায় ১,৫০০ পুলিশ কর্মী। এছাড়াও নজরদারির জন্য লাগানো হয়েছে নজরদারি ক্যামেরা ও ড্রোন।

আরও পড়ুন: আইএসএল স্থগিত! সোশ্যাল সাইটে আবেগঘন পোস্ট ছেত্রীর

ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনি সহ একাধিক রাজ্যে বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে সম্প্রতি। অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বললেই নিপীড়নের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কোথাও বিদ্যুৎ সংযোগ, কোথাও আবার জলের লাইন কেটে দেওয়া হচ্ছে বলেও খবর।

আরও পড়ুন: অবশেষে মুক্তি পেলেন ওড়িশায় আটক ৫০ জন বাঙালি পরিযায়ী শ্রমিক

এই পরিস্থিতি নিয়ে দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়া এক্স-এ (পূর্বতন টুইটার) ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি রাজপথে নেমে প্রতিবাদ জানাতে চলেছেন তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে পিআইবি-র গণমেল কর্মসূচি, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী সহ সাংবিধানিক পদাধিকারীদের দিচ্ছে চিঠি

গত রবিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মিছিলের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। শুধু কলকাতা নয়, রাজ্যের প্রতিটি জেলাতেও আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে।

তৃণমূল কংগ্রেসের দাবি— দেশের যেখানেই বাঙালির উপর আঘাত আসবে, সেখানেই দলের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হবে। দলীয় সূত্রে আরও জানানো হয়েছে, এই প্রতিবাদ শুধু রাজনৈতিক বার্তা নয়, বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষার আন্দোলন।