২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পিএফে সুদের হার কমানো ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক মমতার

মাসুদ আলি
  • আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার
  • / 35

ফাইল ছবি

পুবের কলম ওয়েবডেস্ক : পাঁচের মধ্যে চার রাজ্যে জিতেছে বিজেপি। তাদের সিরিজ নেতৃত্ব দাবি করছেন তারা নাকি ২৪ এর দেওয়াল লিখন পড়তে পারছেন।ফলে যা হওয়ার তাই হতে চলছে। প্রভিডেন্ট ফান্ডে সুদের হারে রেকর্ড পতন হয়েছে। যাতে দেশের ৬ কোটি বেতনভোগী শ্রেণীর মাথায় হাত।

উত্তরপ্রদেশ সহ দেশের পাঁচ রাজ্যের ভোটপর্ব মিটতেই প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর এই নিয়ে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানোকে বিজেপির উত্তরপ্রদেশে জয়ের উপহার বলেও কটাক্ষ করেন মমতা। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদের ডাকও দিলেন দিদি।

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

রবিবার টুইট করে এই ইস্যুতে ঐক্যবদ্ধ প্রতিবাদের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, ”ভোটের পরই উপহার নিয়ে চলে এসেছে BJP। কর্মচারিদের প্রভিডেন্ট ফান্ড থেকে সুদ কমানোর সিদ্ধান্তে কেন্দ্রের মুখোশ খুলে গিয়েছে। মহামারী কবলিত দেশে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে এই সিদ্ধান্ত বড় ধাক্কা।”

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

মোদি সরকারকে ঠুকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী, শ্রমিকবিরোধী পদক্ষেপ জনগণের থেকে তাদের আরও বিচ্ছিন্ন করে তুলছে। কৃষক, শ্রমিক, মধ্যবিত্তদের বদলে এ দেশের সরকার যে কেবল পুঁজিপতিদের স্বার্থসিদ্ধি ঘটায়, সেই বিষয়টি প্রকাশ্যে আসছে। এর জন্য ঐক্যবদ্ধ প্রতিবাদের প্রয়োজন। ঐক্যবদ্ধ প্রতিবাদই সরকারের এই কালা পদক্ষেপকে নস্যাৎ করতে পারবে।’

EPF Interest Rate কমেছে ০.৪ শতাংশ। যার ফলে ২০২১-২২ অর্থবর্ষের জন্য EPF-এর সুদের হার কমে দাঁড়াল ৮.১ শতাংশে।গত চার দশক অর্থাৎ ৪০ বছরের মধ্যে এই ৮.১ শতাংশ হারে সুদের হার সর্বনিম্ন। এর ফলে প্রায় ৬০ মিলিয়ন চাকুরিজীবী বা ৬ কোটি চাকুরিজীবীর পকেটে কোপ পড়ছে। একদিকে যখন বাজারে জিনিসপত্রের আগুন দাম। তার মধ্যে এই ধাক্কা সমস্যায় ফেলবে EPFO সদস্যদের। ১৯৭৭-৭৮ সালে EPFO-তে সুদের হার ছিল ৮.০ শতাংশ। তারপর থেকে এই হার কখনই ৮.২৫-এর নীচে আসেনি। এর আগে ২০২১ সালের মার্চ মাসে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি ২০২০-২১ অর্থবর্ষের জন্য EPFO-র উপর ৮.৫ শতাংশ সুদের হার ধার্য করেছিল।

গুয়াহাটিতে অনুষ্ঠিত ইপিএফও-এর কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বোর্ডের সুপারিশ অর্থ মন্ত্রকে পাঠানো হবে।এটি চার দশকের মধ্যে সর্বনিম্ন সুদের হার। ১৯৭৭-৭৮ সালের পর এত নীচে নামেনি ইপিএফ-তে সুদের হার। ওই সময় সুদের পরিমাণ ছিল ৮ শতাংশ।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিএফে সুদের হার কমানো ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক মমতার

আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : পাঁচের মধ্যে চার রাজ্যে জিতেছে বিজেপি। তাদের সিরিজ নেতৃত্ব দাবি করছেন তারা নাকি ২৪ এর দেওয়াল লিখন পড়তে পারছেন।ফলে যা হওয়ার তাই হতে চলছে। প্রভিডেন্ট ফান্ডে সুদের হারে রেকর্ড পতন হয়েছে। যাতে দেশের ৬ কোটি বেতনভোগী শ্রেণীর মাথায় হাত।

উত্তরপ্রদেশ সহ দেশের পাঁচ রাজ্যের ভোটপর্ব মিটতেই প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর এই নিয়ে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানোকে বিজেপির উত্তরপ্রদেশে জয়ের উপহার বলেও কটাক্ষ করেন মমতা। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদের ডাকও দিলেন দিদি।

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

রবিবার টুইট করে এই ইস্যুতে ঐক্যবদ্ধ প্রতিবাদের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, ”ভোটের পরই উপহার নিয়ে চলে এসেছে BJP। কর্মচারিদের প্রভিডেন্ট ফান্ড থেকে সুদ কমানোর সিদ্ধান্তে কেন্দ্রের মুখোশ খুলে গিয়েছে। মহামারী কবলিত দেশে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে এই সিদ্ধান্ত বড় ধাক্কা।”

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

মোদি সরকারকে ঠুকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী, শ্রমিকবিরোধী পদক্ষেপ জনগণের থেকে তাদের আরও বিচ্ছিন্ন করে তুলছে। কৃষক, শ্রমিক, মধ্যবিত্তদের বদলে এ দেশের সরকার যে কেবল পুঁজিপতিদের স্বার্থসিদ্ধি ঘটায়, সেই বিষয়টি প্রকাশ্যে আসছে। এর জন্য ঐক্যবদ্ধ প্রতিবাদের প্রয়োজন। ঐক্যবদ্ধ প্রতিবাদই সরকারের এই কালা পদক্ষেপকে নস্যাৎ করতে পারবে।’

EPF Interest Rate কমেছে ০.৪ শতাংশ। যার ফলে ২০২১-২২ অর্থবর্ষের জন্য EPF-এর সুদের হার কমে দাঁড়াল ৮.১ শতাংশে।গত চার দশক অর্থাৎ ৪০ বছরের মধ্যে এই ৮.১ শতাংশ হারে সুদের হার সর্বনিম্ন। এর ফলে প্রায় ৬০ মিলিয়ন চাকুরিজীবী বা ৬ কোটি চাকুরিজীবীর পকেটে কোপ পড়ছে। একদিকে যখন বাজারে জিনিসপত্রের আগুন দাম। তার মধ্যে এই ধাক্কা সমস্যায় ফেলবে EPFO সদস্যদের। ১৯৭৭-৭৮ সালে EPFO-তে সুদের হার ছিল ৮.০ শতাংশ। তারপর থেকে এই হার কখনই ৮.২৫-এর নীচে আসেনি। এর আগে ২০২১ সালের মার্চ মাসে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি ২০২০-২১ অর্থবর্ষের জন্য EPFO-র উপর ৮.৫ শতাংশ সুদের হার ধার্য করেছিল।

গুয়াহাটিতে অনুষ্ঠিত ইপিএফও-এর কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বোর্ডের সুপারিশ অর্থ মন্ত্রকে পাঠানো হবে।এটি চার দশকের মধ্যে সর্বনিম্ন সুদের হার। ১৯৭৭-৭৮ সালের পর এত নীচে নামেনি ইপিএফ-তে সুদের হার। ওই সময় সুদের পরিমাণ ছিল ৮ শতাংশ।