সরকারি স্কুলে শ্রেণিকক্ষ নির্মাণে দুর্নীতির অভিযোগে সিসোদিয়া এবং সত্যেন্দ্রকে তলব এসিবির
শ্রেণিকক্ষ নির্মাণ দুর্নীতি মামলায় মণীশ সিসোদিয়ার হাজিরা
- আপডেট : ২০ জুন ২০২৫, শুক্রবার
- / 223
পুবের কলম ওয়েবডেস্ক: শ্রেণিকক্ষ নির্মাণ দুর্নীতির মামলায় হাজিরা দিলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। শুক্রবার দুর্নীতি দমন শাখা অর্থাৎ এসিবির সামনে হাজিরা দিয়েছেন বলে খবর।
সরকারি স্কুল শ্রেণিকক্ষ নির্মাণ দুর্নীতির অভিযোগে দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখা প্রাক্তন আপ মন্ত্রী মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনের নামে সমন জারি করে। সত্যেন্দ্র জৈনকে ৬ জুন এবং মণীশ সিসোদিয়াকে ৯ জুন এসিবি অফিসে তলব করা হয়। সেই সময় সত্যেন্দ্র জৈন হাজিরা দিলেও, মণীশ সিসোদিয়া হাজিরা এড়িয়ে যান।
এদিন এসিবির সামনে হাজিরা দেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। আপ সরকারের আমলে সরকারি স্কুলে ১২ হাজার ৭৪৮টি শ্রেণিকক্ষ নির্মাণে প্রায় দু হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধ সমন জারি করে এসিবি।
অরবিন্দ কেজরিওয়ালের আমলে সত্যেন্দ্র জৈন পূর্তমন্ত্রী এবং মণীশ সিসোদিয়ে শিক্ষামন্ত্রী ছিলেন। দুর্নীতি দমন সংস্থার অভিযোগ, স্কুলের শ্রেণিকক্ষ নির্মাণে ঠিকাদারদের উচ্চমূল্য দেওয়া হয়েছিল। সরকারি স্কুলগুলিতে শ্রেণিকক্ষগুলি ২৪,৮৬ লক্ষ টাকায় তৈরি হয়েছিল। যা স্বাভাবিক খরচের থেকে প্রায় পাঁচগুণ বেশি বলে অভিযোগ।
প্রকল্পটি যে ৩৪ জন ঠিকাদারকে দেওয়া হয়েছিল তাঁদের বেশিরভাগই আপ ঘনিষ্ঠ বলেও অভিযোগ ওঠে। এছাড়া নতুন দরপত্র না ডেকেই প্রকল্পের ব্যয়ে প্রায় ৩২৬ কোটি টাকা বাড়ানো হয় বলে এসিবি তাদের প্রতিবেদনে জানিয়েছে। দিল্লি সরকারের ভিজিল্যান্স ডিরেক্টরেট ২০২২ সালে কেলেঙ্কারি তদন্তের সুপারিশ করে। মুখ্যসচিবের কাছে এ বিষয়ে একটি রিপোর্টও জমা পড়ে। চলতি বছরের মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে এফআইআর-এর অনুমোদন দেন।




















































