০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আবগারি দুর্নীতি কাণ্ডে ৭ দিনের ইডি হেফাজতে মণীশ সিসোদিয়া

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 94

পুবের কলম, ওয়েবডেস্ক : দিল্লিতে আবগারি দুর্নীতি কাণ্ডে আপ নেতা মণীশ সিসোদিয়াকে সাতদিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। কিন্তু সেই আবেদন বাতিল করে আদালত সিসোদিয়াকে সাতদিন ইডি হেফাজতের নির্দেশ দেয়।

ইডি আদালতে জানায়, আবগারি দুর্নীতি কাণ্ডে সরাসরি যুক্ত রয়েছেন মণীশ সিসোদিয়া। শুক্রবার দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতে মণীশ সিসোদিয়ার জামিনের আবেদনে শুনানি হয়। ইডি আদালতকে বলে যে, পছন্দের ব্যক্তিদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির মতামত গ্রহণ না করেই নীতিটি তৈরি করা হয়েছিল। এর ফলে নির্বাচিত হোলসেলার ১২ শতাংশ লাভ করতে পেরেছে, যা পাওয়া উচিৎ ছিল তার থেকে ৬ শতাংশ বেশি। যা সম্পূর্ণ নীতির বিরুদ্ধে।

আরও পড়ুন: শ্রেণিকক্ষ নির্মাণ দুর্নীতি মামলায় মণীশ সিসোদিয়ার হাজিরা

ইডি আদালতকে আরও জানিয়েছে, মন্ত্রীদের (জিওএম) সঙ্গে আলোচনা না করেই নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য মণীশ সিসোদিয়া এই কাজ করেছেন। জিওএম-এর তরফে যখন এই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছিল তখনও কিছু জানানো হয়নি। ইডি আদালতকে জানিয়েছে, মণীশ সিসোদিয়া তদন্তে সহযোগিতা করছেন না।

আরও পড়ুন: ‘অশিক্ষা দেশের জন্যে ভয়ঙ্কর’, মোদিকে ‘নিরক্ষর’ বলে চিঠি মনীষ সিসোদিয়া

 

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ১৩ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে শান্তনু বন্দ্যোপাধ্যায় 

সিসোদিয়ার আইনজীবী দয়ান কৃষ্ণ ইডির এই তদন্ত প্রক্রিয়ার তীব্র নিন্দা করে জানিয়েছেন, এজেন্সিগুলির গ্রেফতারকে এখন একটি অধিকার হিসেবে দেখা হচ্ছে। এবার এই অধিকারের বিরুদ্ধে আদালতের কঠোরভাবে অবস্থান নেওয়ার সময় এসেছে।

উল্লেখ্য, দিল্লিতে আবগারি দুর্নীতি কাণ্ডে মণীশ সিসোদিয়াকে গত ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। ২০ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবগারি দুর্নীতি কাণ্ডে ৭ দিনের ইডি হেফাজতে মণীশ সিসোদিয়া

আপডেট : ১০ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক : দিল্লিতে আবগারি দুর্নীতি কাণ্ডে আপ নেতা মণীশ সিসোদিয়াকে সাতদিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। কিন্তু সেই আবেদন বাতিল করে আদালত সিসোদিয়াকে সাতদিন ইডি হেফাজতের নির্দেশ দেয়।

ইডি আদালতে জানায়, আবগারি দুর্নীতি কাণ্ডে সরাসরি যুক্ত রয়েছেন মণীশ সিসোদিয়া। শুক্রবার দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতে মণীশ সিসোদিয়ার জামিনের আবেদনে শুনানি হয়। ইডি আদালতকে বলে যে, পছন্দের ব্যক্তিদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির মতামত গ্রহণ না করেই নীতিটি তৈরি করা হয়েছিল। এর ফলে নির্বাচিত হোলসেলার ১২ শতাংশ লাভ করতে পেরেছে, যা পাওয়া উচিৎ ছিল তার থেকে ৬ শতাংশ বেশি। যা সম্পূর্ণ নীতির বিরুদ্ধে।

আরও পড়ুন: শ্রেণিকক্ষ নির্মাণ দুর্নীতি মামলায় মণীশ সিসোদিয়ার হাজিরা

ইডি আদালতকে আরও জানিয়েছে, মন্ত্রীদের (জিওএম) সঙ্গে আলোচনা না করেই নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য মণীশ সিসোদিয়া এই কাজ করেছেন। জিওএম-এর তরফে যখন এই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছিল তখনও কিছু জানানো হয়নি। ইডি আদালতকে জানিয়েছে, মণীশ সিসোদিয়া তদন্তে সহযোগিতা করছেন না।

আরও পড়ুন: ‘অশিক্ষা দেশের জন্যে ভয়ঙ্কর’, মোদিকে ‘নিরক্ষর’ বলে চিঠি মনীষ সিসোদিয়া

 

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ১৩ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে শান্তনু বন্দ্যোপাধ্যায় 

সিসোদিয়ার আইনজীবী দয়ান কৃষ্ণ ইডির এই তদন্ত প্রক্রিয়ার তীব্র নিন্দা করে জানিয়েছেন, এজেন্সিগুলির গ্রেফতারকে এখন একটি অধিকার হিসেবে দেখা হচ্ছে। এবার এই অধিকারের বিরুদ্ধে আদালতের কঠোরভাবে অবস্থান নেওয়ার সময় এসেছে।

উল্লেখ্য, দিল্লিতে আবগারি দুর্নীতি কাণ্ডে মণীশ সিসোদিয়াকে গত ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। ২০ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।