০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘অশিক্ষা দেশের জন্যে ভয়ঙ্কর’, মোদিকে ‘নিরক্ষর’ বলে চিঠি মনীষ সিসোদিয়া

ইমামা খাতুন
  • আপডেট : ৭ এপ্রিল ২০২৩, শুক্রবার
  • / 61

পুবের কলম,ওয়েবডেস্ক:প্রধানমন্ত্রী মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে আম আদমি পার্টির নেতাদের ক্রমাগত আক্রমণের প্রক্রিয়া চলছেই। শুক্রবার আবগারী নীতি মামলায় জেলবন্দি দিল্লির  প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জেল থেকে লেখা একটি চিঠিতে দেশের ‘দেশের প্রধানমনন্ত্রীকে নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন।’ চিঠিতে তিনি লেখেন প্রধানমন্ত্রীর কম শিক্ষিত হওয়া দেশের জন্য খুবই বিপদজনক। তাঁর অভিযোগ আমাদের প্রধানমন্ত্রী নিজে অল্প শিক্ষিত তাই পড়াশোনার গুরুত্বই বোঝেন  না, যে কারণে গত কয়েক বছরে তিনি দেশে ৬০ হাজার স্কুল  বন্ধ করে দিয়েছেন। একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করা। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন দেশের শিক্ষাব্যবস্থা উন্নত করতে দেশের প্রধানমন্ত্রীরও শিক্ষিত হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী যখন বলেন, নোংরা ড্রেনের গ্যাস থেকে চা উৎপাদন করা যায় আমার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। যে দেশের প্রধানমন্ত্রীর ধারণা এমন সে দেশের কল্যাণ হওয়া কি আদৌ সম্ভব?

জেল থেকে লেখা চিঠিতে সিসোদিয়া প্রধানমন্ত্রী মোদির সাংবিধানিকতা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন, বিশ্বের রাষ্ট্রপ্রধানরা আলিঙ্গণ করে তাঁর অল্পশিক্ষার সুযোগে এমন অনেক কাগজে স্বাক্ষর নিতে পারেন যা দেশের জন্য বিপদজনক। তাই অল্প শিক্ষিত রাষ্ট্রপ্রধান দেশের জন্য খুবই হানিকারক হতে পারে। সিসোদিয়া আরও লিখেছেন, আজ দেশের তরুণরা উচ্চাভিলাষী, তাঁরা কিছু করতে চায়, তাঁরা সুযোগ খুঁজছে, তাঁরা বিশ্ব জয় করতে চায়। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তাঁরা বিস্ময়কর অবদান রাখতে চায়। এরপর তাঁর প্রশ্ন, একজন অল্প শিক্ষিত প্রধানমন্ত্রীর পক্ষে এই যুবকদের স্বপ্নপূরণের ক্ষমতা আছে কি?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘অশিক্ষা দেশের জন্যে ভয়ঙ্কর’, মোদিকে ‘নিরক্ষর’ বলে চিঠি মনীষ সিসোদিয়া

আপডেট : ৭ এপ্রিল ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক:প্রধানমন্ত্রী মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে আম আদমি পার্টির নেতাদের ক্রমাগত আক্রমণের প্রক্রিয়া চলছেই। শুক্রবার আবগারী নীতি মামলায় জেলবন্দি দিল্লির  প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জেল থেকে লেখা একটি চিঠিতে দেশের ‘দেশের প্রধানমনন্ত্রীকে নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন।’ চিঠিতে তিনি লেখেন প্রধানমন্ত্রীর কম শিক্ষিত হওয়া দেশের জন্য খুবই বিপদজনক। তাঁর অভিযোগ আমাদের প্রধানমন্ত্রী নিজে অল্প শিক্ষিত তাই পড়াশোনার গুরুত্বই বোঝেন  না, যে কারণে গত কয়েক বছরে তিনি দেশে ৬০ হাজার স্কুল  বন্ধ করে দিয়েছেন। একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করা। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন দেশের শিক্ষাব্যবস্থা উন্নত করতে দেশের প্রধানমন্ত্রীরও শিক্ষিত হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী যখন বলেন, নোংরা ড্রেনের গ্যাস থেকে চা উৎপাদন করা যায় আমার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। যে দেশের প্রধানমন্ত্রীর ধারণা এমন সে দেশের কল্যাণ হওয়া কি আদৌ সম্ভব?

জেল থেকে লেখা চিঠিতে সিসোদিয়া প্রধানমন্ত্রী মোদির সাংবিধানিকতা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন, বিশ্বের রাষ্ট্রপ্রধানরা আলিঙ্গণ করে তাঁর অল্পশিক্ষার সুযোগে এমন অনেক কাগজে স্বাক্ষর নিতে পারেন যা দেশের জন্য বিপদজনক। তাই অল্প শিক্ষিত রাষ্ট্রপ্রধান দেশের জন্য খুবই হানিকারক হতে পারে। সিসোদিয়া আরও লিখেছেন, আজ দেশের তরুণরা উচ্চাভিলাষী, তাঁরা কিছু করতে চায়, তাঁরা সুযোগ খুঁজছে, তাঁরা বিশ্ব জয় করতে চায়। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তাঁরা বিস্ময়কর অবদান রাখতে চায়। এরপর তাঁর প্রশ্ন, একজন অল্প শিক্ষিত প্রধানমন্ত্রীর পক্ষে এই যুবকদের স্বপ্নপূরণের ক্ষমতা আছে কি?