গণইস্তফা গুজরাট মন্ত্রিসভায়, নতুন করে ক্যাবিনেট তৈরির ইঙ্গিত

- আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 103
পুবের কলম, ওয়েবডেস্ক: হটাৎ ইস্তফা দিল গুজরাট সরকারের গোটা মন্ত্রিসভা। বিজেপি শাসিত গুজরাটে হঠাৎ কী ঘটল? বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া বাকি সমস্ত মন্ত্রী পদত্যাগ করলেন। মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সমস্ত মন্ত্রীরা। ইতিমধ্যে সবকয়টি পদত্যাগপত্র গ্রহণ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশের রাজনীতিতে। নেপথ্যের কারণ নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, গুজরাটের ক্যাবিনেট নতুন করে তৈরির করার কথা রয়েছে। আগামিকাল নতুন করে ক্যাবিনেট ঘোষণা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আজই রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, মন্ত্রিসভায় রদবদলের কারণেই গণপদত্যাগ মন্ত্রীদের। এছাড়া মন্ত্রিসভা সম্প্রসারণেরও সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। বর্তমানে রাজ্যে মন্ত্রীর সংখ্যা ১৬। এই সংখ্যা বাড়িয়ে ২৬ করা হবে। পুরোনো ক্যাবিনেটের অন্তত অর্ধেক মন্ত্রীকে আর ফেরানো নাও হতে পারে। প্রসঙ্গত, এতদিন মুখ্যমন্ত্রীকে নিয়ে মোট ১৭ জনের ক্যাবিনেট ছিল গুজরাটে। তার মধ্যে ৮ জন ছিলেন ক্যাবিনেট মন্ত্রী। রাজ্যের বিধানসভার সদস্য সংস্থা ১৮২ জন। সেই সংখ্যার নিরিখে ২৭ জন পর্যন্ত মন্ত্রী থাকতে পারেন মন্ত্রিসভায়।