হাওড়ার কারখানায় ভয়াবহ আগুন, মৃত এক শ্রমিক

- আপডেট : ৫ এপ্রিল ২০২৫, শনিবার
- / 52
পুবের কলম, ওয়েবডেস্ক: হাওড়ার থার্মোকল কারখানায় ভয়াবহ আগুন। সেই আগুনে ঝলসে মারা গেলেন কারখানার এক শ্রমিক। মৃতের নাম আকাশ হাজরা। কারখানায় আগুন লাগায় এলাকায় আতঙ্ক ছড়ায়।
আরও পড়ুন: আবারও হাজিরা এড়ালেন কুণাল কামরা, এবার কুণালকে বয়কট করল BookMYShow
আলমপুরের থার্মোকল কারখানায় দুপুর তিনটে নাগাদ আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। কর্মরত কর্মীরা যত দ্রুত সম্ভ কারখানা থেকে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় সাঁকরাইল থানা এবং দমকলকর্মীদের। দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার ভিতর থেকে এক শ্রমিকের দেহ উদ্ধার হয়। আগুনে পুড়েই মৃত্যু বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ ও দমকল। আর কেউ কারখানার মধ্যে আটকে আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ও দমকলকর্মীরা। বিকেল সাড়ে পাঁচটার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
কীভাবে কারখানায় আগুন লাগল? শর্টসার্কিট থেকে কি আগুন লেগেছে? নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে ? সেই বিষয় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দমকল। অগ্নি নির্বাপণের জন্যও কারখানা কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা রেখেছিল সে বিষয়ে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে সাঁকরাইল থানার পুলিশ।