০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ দিনাজপুরে মিজিলস ও রুবেলা ভ্যাকসিন টিকাকরণ

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 91

মুক্তার আলম, বুনিয়াদপুরঃ  জেলা প্রশাসন শিক্ষা ও স্বাস্থ্য দফতরের সাহায্যে সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় চার লক্ষ (৯ মাস থেকে ১৫ বছরের নীচে) শিশুকে মিজিলস ও রুবেলা ভ্যাকসিন দেওয়া হবে আগামী নভেম্বর মাস থেকে। এজন্য জেলার সমস্ত বিএমওএইচ ও এসআই(স্কুল), জেলার সকল বিদ্যালয় প্রধান ও আইসিডিএস কর্মীদের সহযোগিতা চাওয়া হয়েছে। এই মর্মে  জেলার সকল বিদ্যালয় প্রধানদের নিদিষ্ট ফরমেটে স্কুল পড়ুয়াদের সর্ম্পকে সঠিক তথ্য দিতে বলা হয়েছে এবং অভিভাবক, শিক্ষক  এবং ছাত্র-শিক্ষক আলোচনা সভার আয়োজনও করতে বলা হয়েছে।  এ বিষয়ে জেলা শাসক বিজিত কৃষ্ণ বলেন, রাজ্যের অন্যান্য  জেলাগুলি যেভাবে এমআর ভ্যাকসিন দেওয়ার প্রোগ্রাম নিয়েছে আমরাও দক্ষিণ দিনাজপুর জেলাতে শিশুদের ক্ষেত্রে মিজিলস ও রুবেলা ভাইরাস মুক্ত করার শপথ নিয়েছি।অন্যদিকে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার জে জানিয়েছেন, শিশুদের মিজিলস ও রুবেলা ভাইরাস মুক্ত করতে হলে জেলার সকল স্তরের নাগরিকদের এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ দিনাজপুরে মিজিলস ও রুবেলা ভ্যাকসিন টিকাকরণ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

মুক্তার আলম, বুনিয়াদপুরঃ  জেলা প্রশাসন শিক্ষা ও স্বাস্থ্য দফতরের সাহায্যে সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় চার লক্ষ (৯ মাস থেকে ১৫ বছরের নীচে) শিশুকে মিজিলস ও রুবেলা ভ্যাকসিন দেওয়া হবে আগামী নভেম্বর মাস থেকে। এজন্য জেলার সমস্ত বিএমওএইচ ও এসআই(স্কুল), জেলার সকল বিদ্যালয় প্রধান ও আইসিডিএস কর্মীদের সহযোগিতা চাওয়া হয়েছে। এই মর্মে  জেলার সকল বিদ্যালয় প্রধানদের নিদিষ্ট ফরমেটে স্কুল পড়ুয়াদের সর্ম্পকে সঠিক তথ্য দিতে বলা হয়েছে এবং অভিভাবক, শিক্ষক  এবং ছাত্র-শিক্ষক আলোচনা সভার আয়োজনও করতে বলা হয়েছে।  এ বিষয়ে জেলা শাসক বিজিত কৃষ্ণ বলেন, রাজ্যের অন্যান্য  জেলাগুলি যেভাবে এমআর ভ্যাকসিন দেওয়ার প্রোগ্রাম নিয়েছে আমরাও দক্ষিণ দিনাজপুর জেলাতে শিশুদের ক্ষেত্রে মিজিলস ও রুবেলা ভাইরাস মুক্ত করার শপথ নিয়েছি।অন্যদিকে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার জে জানিয়েছেন, শিশুদের মিজিলস ও রুবেলা ভাইরাস মুক্ত করতে হলে জেলার সকল স্তরের নাগরিকদের এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা