ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী মেলোনি
- আপডেট : ২২ অক্টোবর ২০২২, শনিবার
- / 56
পুবের কলম ওয়েবডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন উগ্র ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি। শুক্রবার তাকে মনোনীত করা হয়। এর মধ্য দিয়ে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তিনি। উগ্র ডানপন্থী ‘ব্রাদার্স অব ইতালি পার্টি’ ২৫ সেপ্টেম্বরের সংসদ নির্বাচনে জয়ী হয়েছিল। কিন্তু সরকার গঠনের জন্য দলের বাইরের জোটের সমর্থনের প্রয়োজন ছিল। ব্রাদার্স অব ইতালি পার্টি ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা বৃদ্ধির বিরোধী এবং অভিবাসন-বিরোধী। প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পরপরই রোম থেকে ৪৫ বছর বয়সী মেলোনি তার মন্ত্রীদের নাম ঘোষণা করেন। শনিবার প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সামনে সকলে শপথ নেন। মেলোনির ব্রাদার্স অব ইতালি পার্টি গত মাসে ২৬ শতাংশ ভোট জিতেছে। যেখানে তার মিত্র ফোরজা ইতালিয়া এবং অতি-ডানপন্থী লিগ যথাক্রমে আট এবং নয় শতাংশ ভোট পেয়েছে। মেলোনি ছয় নারীসহ তার ২৪ জন মন্ত্রীর তালিকা প্রকাশ করেছেন।