২১ জুলাই প্রস্তুতি মিটিংয়ে সুন্দরবন রক্ষার বার্তা, চারাগাছ বিতরণ

- আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 24
পুবের কলম ওয়েবডেস্ক: আগামী ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক শহিদ দিবস অনুষ্ঠিত হবে কলকাতায়। সেই উপলক্ষে বাসন্তীর আমঝাড়া পঞ্চায়েতের শিকারী পাড়ায় এক প্রস্তুতি সভার আয়োজন করেন বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। এদিন প্রস্তুতি সভায় ঐতিহাসিক ২১ জুলাই সমাবেশ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সুন্দরবনকে রক্ষা করার বার্তা দেওয়া হয় জনসাধারণের মাধ্যমে। শুধু সভা সমাবেশ করলে চলবে না। প্রকৃতিকে বাঁচিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হবে।
এমনই বার্তা দেওয়া হয়। এদিন প্রস্তুতি সভা শেষে উপস্থিত শতাধিক তৃণমূল কর্মী সমর্থক সহ অন্যান্যদের হাতে বিভিন্ন ধরণের চারা গাছ তুলে দেওয়া হয়।বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জানিয়েছেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও ২১ জুলাই সমাবেশ নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। পাশাপাশি সুন্দরবনকে যাতে রক্ষা করা যায়, সেই বার্তা পৌঁছে দিতে বিভিন্ন ধরণের চারাগাছ তুলে দেওয়া হয় কর্মী সমর্থক ও জনসাধারণের মধ্যে। কারণ সুন্দরবনকে রক্ষা করা জরুরি। সুন্দরবন বাঁচলে আমরা নিশ্চিন্তে বসবাস করতে পারব। বসবাস করতে পারবে আমাদের ভবিষ্যত প্রজন্ম। উপস্থিত ছিলেন বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নূর ইলাহি ওরফে রাজা গাজী, সমাজসেবী ফারুক আহমেদ সরদার সহ অন্যান্য শতাধিক তৃণমূল কর্মী সমর্থক।