২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
মোদির সঙ্গে বৈঠকের আগে মন্ত্রীদের করতে হবে কোভিড পরীক্ষা!

চামেলি দাস
- আপডেট : ১১ জুন ২০২৫, বুধবার
- / 138
পুবের কলম ওয়েবডেস্ক: করোনার চোখরাঙানি নিয়ে বিশেষ সতর্কতা দিল্লির মন্ত্রীদের বৈঠকেও। বুধবার দেশজুড়ে করোনা রোগীর সংখ্যা প্রায় ৭ হাজার ছাড়িয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে মন্ত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক বলে সূত্রের খবর। সচিবালয় থেকে নির্দেশিকা জারি।
প্রসঙ্গত, দেশেজুড়ে করোনার চোখরাঙানি অব্যাহত রয়েছে। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ হয়ে ৩০৬ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। কেরলে মৃত্যু হয়েছে ৩ জনের, কর্নাটকে মৃত ২, মহারাষ্ট্রে ১ জনের প্রাণ হারিয়েছে। প্রথম থেকেই কেরল, কর্নাটক এবং গুজরাতে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। শুধু কেরলে নতুন করে সংক্রমিত হয়েছে ১৭০ জন।