২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২৮ জন পাঞ্জাবি গ্যাংস্টারের তালিকা প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রকের, পলাতক ২৫

ইমামা খাতুন
  • আপডেট : ৪ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
  • / 36

পুবের কলম,ওয়েবডেস্ক: ২৮ জন গ্যাংস্টারের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র  মন্ত্রক। তাৎপর্যপূর্ণভাবে এই ২৮ জন গ্যাংস্টারের মধ্যে ২৫ জন পঞ্জাবের এবং বাকিরা পাঞ্জাবি বংশোদ্ভূত। এই তালিকার ২৮ জনের মধ্যে ২৫ জন বিদেশে রয়েছে।

মন্ত্রকের তালিকা মতে, তাদের মধ্যে ৯জন বর্তমানে কানাডায় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ৫জন, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় ২জন করে রয়েছে।

এই তালিকা দেখে অনেকে বলছেন, পাঞ্জাবি গ্যাংস্টার খোঁজার ষে তোড়জোড় শুরু করেছে বিজেপি সরকার এইভাবেই দেশ থেকে পলাতক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করলে দেখা যেত পলাতক ব্যবসায়ীদের বেশিরভাগই গুজরাটি। তালিকায় প্রকাশিত গ্যাংস্টারদের বিরুদ্ধে সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, অপহরণের মামলা চলছে।

এই তালিকার ১ নম্বরে রয়েছেন, সতিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রার যিনি গত বছর গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে মিলে পাঞ্জাবি পপ গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার পরিকল্পনা করেন। ব্রার আমেরিকায় রয়েছে বলে সন্দেহ করা  হচ্ছে। এছাড়া রয়েছেন, আনমোল বিষ্ণোই, হরজোত সিং গিল, দারমনজিৎ সিং, অমৃত বল, সুখদুল সিং, গুরপিন্দর সিং, সতভীর সিং, স্নোভার ধিলোন, লখবীর সিং, আর্শদীপ সিং, চরণজিৎ সিং, রমনদীপ সিং, গগনদীপ সিং,বিক্রমজিৎ সিং ব্রার, কুলদীপ সিং, রোহিত গোদারা, গৌরব পাতিয়াল, শচীন থাপন, জগজিৎ সিং, জকপাল সিং, হরবিন্দর সিং,  রাজেশ কুমার, সন্দীপ গ্রেওয়াল, মনপ্রীত সিং, সুপ্রীত সিং, গুরজন্ত সিং ও রমনজিৎ সিং।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৮ জন পাঞ্জাবি গ্যাংস্টারের তালিকা প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রকের, পলাতক ২৫

আপডেট : ৪ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ২৮ জন গ্যাংস্টারের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র  মন্ত্রক। তাৎপর্যপূর্ণভাবে এই ২৮ জন গ্যাংস্টারের মধ্যে ২৫ জন পঞ্জাবের এবং বাকিরা পাঞ্জাবি বংশোদ্ভূত। এই তালিকার ২৮ জনের মধ্যে ২৫ জন বিদেশে রয়েছে।

মন্ত্রকের তালিকা মতে, তাদের মধ্যে ৯জন বর্তমানে কানাডায় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ৫জন, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় ২জন করে রয়েছে।

এই তালিকা দেখে অনেকে বলছেন, পাঞ্জাবি গ্যাংস্টার খোঁজার ষে তোড়জোড় শুরু করেছে বিজেপি সরকার এইভাবেই দেশ থেকে পলাতক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করলে দেখা যেত পলাতক ব্যবসায়ীদের বেশিরভাগই গুজরাটি। তালিকায় প্রকাশিত গ্যাংস্টারদের বিরুদ্ধে সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, অপহরণের মামলা চলছে।

এই তালিকার ১ নম্বরে রয়েছেন, সতিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রার যিনি গত বছর গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে মিলে পাঞ্জাবি পপ গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার পরিকল্পনা করেন। ব্রার আমেরিকায় রয়েছে বলে সন্দেহ করা  হচ্ছে। এছাড়া রয়েছেন, আনমোল বিষ্ণোই, হরজোত সিং গিল, দারমনজিৎ সিং, অমৃত বল, সুখদুল সিং, গুরপিন্দর সিং, সতভীর সিং, স্নোভার ধিলোন, লখবীর সিং, আর্শদীপ সিং, চরণজিৎ সিং, রমনদীপ সিং, গগনদীপ সিং,বিক্রমজিৎ সিং ব্রার, কুলদীপ সিং, রোহিত গোদারা, গৌরব পাতিয়াল, শচীন থাপন, জগজিৎ সিং, জকপাল সিং, হরবিন্দর সিং,  রাজেশ কুমার, সন্দীপ গ্রেওয়াল, মনপ্রীত সিং, সুপ্রীত সিং, গুরজন্ত সিং ও রমনজিৎ সিং।