০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সেন্ট্রাল হলে হটাৎ দেখা, ‘কেমন আছেন’ শুভেন্দুর কাছে জানতে চাইলেন মোদি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 8

 

 

আরও পড়ুন: BREAKING, শুভাংশুর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

 

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিল সহ ৫ দেশে সফর

পুবের কলম ওয়েবডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎয়ের জন্য দিল্লি গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লি সফরে গিয়েই কিছুটা আকস্মিক ভাবেই দেখা হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সংসদের সেন্ট্রালহলে  মঙ্গলবার মুখোমুখি হন মোদি  এবং শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতাকে দেখে মোদি এগিয়ে আসেন। সহাস্যে জানতে চান “ ক্যায়সে হ্যায় আপ” ( কেমন আছেন আপনি )। প্রায় তিন মিনিট কথা হয় দুজনের।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

 

মোদি-শুভেন্দু কি কথা হয়েছে তা জানা না গেলেও রাজনৈতিক ওয়াকিবহাল মহলের কথায় রাজ্যের সাম্প্রতিক অবস্থা নিয়েই খুব সম্ভবত নালিশ ঠুকে থাকবেন বিরোধী দলনেতা। আবার রাজ্যের খোঁজখবর নিতে পারেন প্রধানমন্ত্রীও। তবে শাহি তলবে দিল্লি গিয়ে কিন্তু বাড়তি পাওনাই হল শুভেন্দুর।

 

, কেন্দ্রীয় নেতৃত্বের তলবে আপাতত দিল্লিতে রয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। সোমবার রাতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বাসভবনে বাংলার সাংসদদের নিয়ে বৈঠকে বসে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব।  বঙ্গ বিজেপির গোষ্ঠী কোন্দল নিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্ব বৈঠকের শুরুতেই ক্ষোভ উগরে দেন বলে সূত্রের খবর। বিজেপি শীর্ষ নেতা তথা সাংসদ  দিলীপ      ঘোষও কার্যত মেনে নেন এই গোষ্ঠী  দন্দের কথা। সাংসদরা বলেন গত দুবছরে কিন্তু বাংলায় দলীয় সংগঠনের হাল একেবারে বেহাল। অভিযোগের আঙুল যে শুভেন্দুর দিকে তাও ছিল স্পষ্ট। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কি শুভেন্দু কে বাড়তি মনোবল দেবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেন্ট্রাল হলে হটাৎ দেখা, ‘কেমন আছেন’ শুভেন্দুর কাছে জানতে চাইলেন মোদি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

 

 

আরও পড়ুন: BREAKING, শুভাংশুর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

 

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিল সহ ৫ দেশে সফর

পুবের কলম ওয়েবডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎয়ের জন্য দিল্লি গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লি সফরে গিয়েই কিছুটা আকস্মিক ভাবেই দেখা হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সংসদের সেন্ট্রালহলে  মঙ্গলবার মুখোমুখি হন মোদি  এবং শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতাকে দেখে মোদি এগিয়ে আসেন। সহাস্যে জানতে চান “ ক্যায়সে হ্যায় আপ” ( কেমন আছেন আপনি )। প্রায় তিন মিনিট কথা হয় দুজনের।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

 

মোদি-শুভেন্দু কি কথা হয়েছে তা জানা না গেলেও রাজনৈতিক ওয়াকিবহাল মহলের কথায় রাজ্যের সাম্প্রতিক অবস্থা নিয়েই খুব সম্ভবত নালিশ ঠুকে থাকবেন বিরোধী দলনেতা। আবার রাজ্যের খোঁজখবর নিতে পারেন প্রধানমন্ত্রীও। তবে শাহি তলবে দিল্লি গিয়ে কিন্তু বাড়তি পাওনাই হল শুভেন্দুর।

 

, কেন্দ্রীয় নেতৃত্বের তলবে আপাতত দিল্লিতে রয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। সোমবার রাতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বাসভবনে বাংলার সাংসদদের নিয়ে বৈঠকে বসে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব।  বঙ্গ বিজেপির গোষ্ঠী কোন্দল নিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্ব বৈঠকের শুরুতেই ক্ষোভ উগরে দেন বলে সূত্রের খবর। বিজেপি শীর্ষ নেতা তথা সাংসদ  দিলীপ      ঘোষও কার্যত মেনে নেন এই গোষ্ঠী  দন্দের কথা। সাংসদরা বলেন গত দুবছরে কিন্তু বাংলায় দলীয় সংগঠনের হাল একেবারে বেহাল। অভিযোগের আঙুল যে শুভেন্দুর দিকে তাও ছিল স্পষ্ট। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কি শুভেন্দু কে বাড়তি মনোবল দেবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।