পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে ৫৫ লাখেরও বেশি ভোটারের নাম। এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। রবিবার পর্যন্ত তথ্য অনুযায়ী, রাজ্যের ৯০ শতাংশেরও বেশি এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন হয়েছে। কমিশনের তথ্য বলছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা ৫৫ লক্ষ ৮৬ হাজার ৭৭৩। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৯০ হাজার ৫৬৫। এছাড়া স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৪৯ হাজার ৬৪৭, নিখোঁজ ভোটার ১০ লক্ষ ৬৯ হাজার ১২৬, ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩০ হাজার ৩৩০, এবং অন্যান্য ক্ষেত্রে আনকালেক্টবল ফর্মের সংখ্যা ৪৭ হাজার ১০৫।
উল্লেখ্য, গত বুধবার এসআইআর-এর কাজে যুক্ত বাংলার সমস্ত বিএলওদের সমস্ত এনুমারেশন ফর্ম পুনরায় পরীক্ষার নির্দেশ দেন পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। ১১ ডিসেম্বর প্রথম ধাপ শেষ হওয়ার আগে সমস্ত মৃত, অনুপস্থিত এবং ডুপ্লিকেট ভোটারদের নাম সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করতে বলেন তিনি। এদিকে রবিবার নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, এখনও একাধিক জেলায় এখনও আনকালেক্টেবল ফর্মের সংখ্যা আপলোড করা হয়নি। এই আবহে এসআইআর প্রক্রিয়া শেষ হতে হতে আনকালেক্টবল ফর্মের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রসঙ্গত, ৪ ডিসেম্বর ছিল এসআইআর-এর ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। পরবর্তীতে সেই সময়সীমা বাড়িয়ে করা হয় ১১ ডিসেম্বর। এই তারিখের পর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তার আগেই মৃত, অনুপস্থিত এবং ডুপ্লিকেট ভোটারদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।


































