০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানির তীর্যক প্রশ্ন ‘বাপ কৌন হ্যায়’ রুখে দাঁড়িয়েছিলেন কিন্তু একমাত্র মহম্মদ শামিই, দেখুন সেই ভাইরাল ভিডিওটি

পুবের কলম
  • আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার
  • / 44

পুবের কলম ওয়েব ডেস্কঃ এ দেশের মুসলমানদের দেশ প্রেমের প্রমান দিতে হয়েছে বারবার। সে হোক বিনোদন জগতের তারকা শাহরুখ খান কিংবা ক্রিকেট দুনিয়ার মহম্মদ শামি। দেশভাগের স্মৃতি আগলে এদেশের মাটি আঁকড়ে পড়ে থাকার পরেও মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্নবিদ্ধ করতে ছাড়েনি তথাকথিত দেশপ্রেমিকরা। সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের শোচনীয় পরাজয়ের পর এই প্রশ্নটাই আবার দানা বাঁধতে শুরু করেছে। কেননা মহম্মদ শামিকে পাকিস্তানের দালাল বলে দেগে দিতে এতটুকুই বাধেনি এদেশের তথাকথিত দেশপ্রেমিকদের। সোশ্যাল মিডিয়াতে শামিকে নিয়ে একের পর এক কুরুচিকর মন্তব্য করা হয়েছে। এমনকী তাঁকে ‘গদ্দার’ অর্থাৎ দেশদ্রোহীও বলা হয়েছে। যদিও এই ঘটনায় শামির পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। তাঁরা কেউই শামির ওপর এই আক্রমণ মেনে নিতে পারেননি।

https://twitter.com/Tawishz/status/1452602891286421512?s=20

নেট দুনিয়ায় যখন মহম্মদ শামির দেশপ্রেম নিয়ে জোর চর্চা চলছে ঠিক তখনই ভাইরাল হল চারবছর আগের একটি ভিডিও। উল্লেখ্য, ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। ওই ম্যাচের পর ভারতীয় দল যখন ড্রেসিংরুমে ফিরে আসছিল, তখন এক পাক সমর্থক ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে তীর্যক প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলে, “বাপ কৌন হ্যায়”! এই কথা শুনে শামি নিজেকে ঠিক রাখতে পারেননি। রুখে দাঁড়িয়েছিলেন পাক সমর্থকদের চোখে চোখ রেখে। দেশের আত্মসম্মানের প্রশ্নে ভারতের মুসলিমরা যে কোনকিছুর সঙ্গেই আপোষ করেনা সেটা সেদিন বুঝিয়ে দিয়েছিলেন ভারতের এই বাইশ গজের যোদ্ধা।

আরও পড়ুন: টেস্ট চলাকালিন মুহাম্মদ শামিকে লক্ষ্য করে নরেন্দ্র  মোদি স্টেডিয়ামে ‘জয় শ্রীরাম’ স্লোগান

আরও খবর পড়ুনঃ

আরও পড়ুন: বুমরাহর বদলি মুহাম্মদ শামি, নিশ্চিত করল বিসিসিআই

আরও পড়ুন: ভারতীয় দলে শামি না থাকায় ক্ষুব্ধ শাস্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তানির তীর্যক প্রশ্ন ‘বাপ কৌন হ্যায়’ রুখে দাঁড়িয়েছিলেন কিন্তু একমাত্র মহম্মদ শামিই, দেখুন সেই ভাইরাল ভিডিওটি

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ এ দেশের মুসলমানদের দেশ প্রেমের প্রমান দিতে হয়েছে বারবার। সে হোক বিনোদন জগতের তারকা শাহরুখ খান কিংবা ক্রিকেট দুনিয়ার মহম্মদ শামি। দেশভাগের স্মৃতি আগলে এদেশের মাটি আঁকড়ে পড়ে থাকার পরেও মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্নবিদ্ধ করতে ছাড়েনি তথাকথিত দেশপ্রেমিকরা। সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের শোচনীয় পরাজয়ের পর এই প্রশ্নটাই আবার দানা বাঁধতে শুরু করেছে। কেননা মহম্মদ শামিকে পাকিস্তানের দালাল বলে দেগে দিতে এতটুকুই বাধেনি এদেশের তথাকথিত দেশপ্রেমিকদের। সোশ্যাল মিডিয়াতে শামিকে নিয়ে একের পর এক কুরুচিকর মন্তব্য করা হয়েছে। এমনকী তাঁকে ‘গদ্দার’ অর্থাৎ দেশদ্রোহীও বলা হয়েছে। যদিও এই ঘটনায় শামির পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। তাঁরা কেউই শামির ওপর এই আক্রমণ মেনে নিতে পারেননি।

https://twitter.com/Tawishz/status/1452602891286421512?s=20

নেট দুনিয়ায় যখন মহম্মদ শামির দেশপ্রেম নিয়ে জোর চর্চা চলছে ঠিক তখনই ভাইরাল হল চারবছর আগের একটি ভিডিও। উল্লেখ্য, ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। ওই ম্যাচের পর ভারতীয় দল যখন ড্রেসিংরুমে ফিরে আসছিল, তখন এক পাক সমর্থক ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে তীর্যক প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলে, “বাপ কৌন হ্যায়”! এই কথা শুনে শামি নিজেকে ঠিক রাখতে পারেননি। রুখে দাঁড়িয়েছিলেন পাক সমর্থকদের চোখে চোখ রেখে। দেশের আত্মসম্মানের প্রশ্নে ভারতের মুসলিমরা যে কোনকিছুর সঙ্গেই আপোষ করেনা সেটা সেদিন বুঝিয়ে দিয়েছিলেন ভারতের এই বাইশ গজের যোদ্ধা।

আরও পড়ুন: টেস্ট চলাকালিন মুহাম্মদ শামিকে লক্ষ্য করে নরেন্দ্র  মোদি স্টেডিয়ামে ‘জয় শ্রীরাম’ স্লোগান

আরও খবর পড়ুনঃ

আরও পড়ুন: বুমরাহর বদলি মুহাম্মদ শামি, নিশ্চিত করল বিসিসিআই

আরও পড়ুন: ভারতীয় দলে শামি না থাকায় ক্ষুব্ধ শাস্ত্রী