১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পিছিয়ে পড়া মুর্শিদাবাদের অগ্রগতি হবেই!

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ মার্চ ২০২২, শুক্রবার
  • / 229

ওয়ায়েজুল হক

জিশান আলি মিঞা, ডোমকল : ­ আপনারা আমার পাশে থাকুন মুর্শিদাবাদ জেলা থেকে ফের নবজাগরণ হবে, বৃহস্পতিবার মুর্শিদাবাদে এক কর্মীসভায় যোগ দিয়ে বললেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক ওয়ায়েজুল হক। এদিন মুর্শিদাবাদের বহরমপুর ঋত্বিক সদনে ছিল ওই মঞ্চের কর্মীসভা। এদিনের সভায় ওয়ায়েজুল হক ছাড়াও উপস্থিত ছিলেন মঞ্চের সাধারণ সম্পাদক মাহমাদুল হক, আলমগীর হোসেন, চাঁদ মহম্মদ, ডা. সুজন পতিহার প্রমুখ।

 

আরও পড়ুন: বাংলায় SSC পরীক্ষা দিতে এলেন বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরা, রাজনৈতিক মহলে তীব্র চর্চা, নির্বিঘ্নে শেষ হওয়ায় খুশি শিক্ষামন্ত্রী

এদিন তিনি তাঁর বক্তব্যে বলেন, এক সময়ের বাংলার রাজধানী মুর্শিদাবাদ আজ পিছিয়ে পড়া জেলার মধ্যে অন্যতম। রাজ্য সরকারের সহযোগিতায় তাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া মঞ্চের লক্ষ্য। তিনি বলেন, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ পিছিয়ে পড়া মানুষের দুঃখ, কষ্টের কথা শুনে তা লাঘব করার কাজ করে চলেছে। ওয়ায়েজুল বলেন, অনেকেই রাজনীতিকে বিনা পুঁজির ব্যবসা হিসেবে ধরে নিয়েছে, কিন্তু ওই সমস্ত কারবার এই মঞ্চ বন্ধ করে দেবে।

আরও পড়ুন: ভিনরাজ্যে গিয়ে বাংলা বলায় বাড়ি ফিরতে পারছে না এক পরিযায়ী শ্রমিক

 

আরও পড়ুন: জিমেই মৃত্যু বাংলার তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ-এর

২০২৪ সালে ভারতবর্ষকে নেতৃত্ব দেবে এই বাংলা, এই মন্তব্যও করেন তিনি। তাছাড়া তথাকথিত পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলা আগামীদিন ইতিহাস রচনা করবে। মানুষ বিজেপিকে প্রত্যাখান করেছে বলেও মন্তব্য করেন ওয়ায়েজুল হক। তিনি আরও বলেন, যারা সংবিধানকে উপেক্ষা করছে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। তাছাড়া এদিনের সভা থেকে মঞ্চের সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য জোর দেওয়া হয়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিছিয়ে পড়া মুর্শিদাবাদের অগ্রগতি হবেই!

আপডেট : ২৫ মার্চ ২০২২, শুক্রবার

জিশান আলি মিঞা, ডোমকল : ­ আপনারা আমার পাশে থাকুন মুর্শিদাবাদ জেলা থেকে ফের নবজাগরণ হবে, বৃহস্পতিবার মুর্শিদাবাদে এক কর্মীসভায় যোগ দিয়ে বললেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক ওয়ায়েজুল হক। এদিন মুর্শিদাবাদের বহরমপুর ঋত্বিক সদনে ছিল ওই মঞ্চের কর্মীসভা। এদিনের সভায় ওয়ায়েজুল হক ছাড়াও উপস্থিত ছিলেন মঞ্চের সাধারণ সম্পাদক মাহমাদুল হক, আলমগীর হোসেন, চাঁদ মহম্মদ, ডা. সুজন পতিহার প্রমুখ।

 

আরও পড়ুন: বাংলায় SSC পরীক্ষা দিতে এলেন বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরা, রাজনৈতিক মহলে তীব্র চর্চা, নির্বিঘ্নে শেষ হওয়ায় খুশি শিক্ষামন্ত্রী

এদিন তিনি তাঁর বক্তব্যে বলেন, এক সময়ের বাংলার রাজধানী মুর্শিদাবাদ আজ পিছিয়ে পড়া জেলার মধ্যে অন্যতম। রাজ্য সরকারের সহযোগিতায় তাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া মঞ্চের লক্ষ্য। তিনি বলেন, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ পিছিয়ে পড়া মানুষের দুঃখ, কষ্টের কথা শুনে তা লাঘব করার কাজ করে চলেছে। ওয়ায়েজুল বলেন, অনেকেই রাজনীতিকে বিনা পুঁজির ব্যবসা হিসেবে ধরে নিয়েছে, কিন্তু ওই সমস্ত কারবার এই মঞ্চ বন্ধ করে দেবে।

আরও পড়ুন: ভিনরাজ্যে গিয়ে বাংলা বলায় বাড়ি ফিরতে পারছে না এক পরিযায়ী শ্রমিক

 

আরও পড়ুন: জিমেই মৃত্যু বাংলার তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ-এর

২০২৪ সালে ভারতবর্ষকে নেতৃত্ব দেবে এই বাংলা, এই মন্তব্যও করেন তিনি। তাছাড়া তথাকথিত পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলা আগামীদিন ইতিহাস রচনা করবে। মানুষ বিজেপিকে প্রত্যাখান করেছে বলেও মন্তব্য করেন ওয়ায়েজুল হক। তিনি আরও বলেন, যারা সংবিধানকে উপেক্ষা করছে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। তাছাড়া এদিনের সভা থেকে মঞ্চের সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য জোর দেওয়া হয়।