আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং

- আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 164
পুবের কলম ওয়েবডেস্ক : আবারও রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির রাজ্যে আসার যে জল্পনা ছিল তা এবার নিশ্চিত হল। আগামী সপ্তাহেই কলকাতায় আসতে চলেছেন মোদি।
জানা গেছে, কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এমনকি একইদিনে একইসঙ্গে মোদিজির সঙ্গী হিসেবে থাকবেন অজিত ডোভাল ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে ভারত-চিনের দ্বিপাক্ষিক বৈঠকের পরে, দুই দেশের সম্পর্ক আপাতভাবে স্থিতিশীল হয়েছে।
বর্তমানে নেপালে সোশাল মিডিয়া বন্ধের ভিত্তিতে সরকারের বিরুদ্ধে আন্দোলনে উত্তপ্ত নেপাল। তাছাড়া হিমাংশু তিওয়ারি জানিয়েছেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেনারেল অনিল চৌহান ও প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। উত্তরপূর্বের সীমান্ত সুরক্ষায় এখনও নজর রেখেছে ভারত। তাই আশা করা যাচ্ছে এই সুরক্ষা সংক্রান্ত বৈঠক হতে পারে।