০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
হাওড়া জেলা পরিষদের ৪২টি আসনে আজ নমিনেশন বামেদের

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ১৩ জুন ২০২৩, মঙ্গলবার
- / 14
আইভি আদক, হাওড়া: পঞ্চায়েত নির্বাচনে হাওড়া জেলা পরিষদের আসনে বামফ্রন্ট প্রার্থীরা আজ তাঁদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন এসডিও হাওড়া সদর অফিসে। পাশাপাশি, উলুবেড়িয়াতেও এসডিও অফিসে এদিন মনোনয়নপত্র জমা দেবেন বাম প্রার্থীরা।
এদিন হাওড়া ময়দানে বিবেকানন্দের মূর্তির সামনে জমায়েত করে সেখান থেকে এসডিও অফিসে আসবেন বামফ্রন্টের প্রার্থীরা। অন্যদিকে, উলুবেড়িয়ায় গরুহাটা মাঠে জমায়েতের পর সেখান থেকে এসডিও অফিসে আসবেন বামফ্রন্টের প্রার্থীরা।
হাওড়া জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ ঘোষ বলেন, হাওড়া সদরের ৫টি ব্লকে ১৫ জন প্রার্থী এবং উলুবেড়িয়ার ৯টি ব্লকে ২৭ জন প্রার্থী আজ জেলা পরিষদে মনোনয়ন জমা দেবেন।