২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বছরে সরকারিভাবে ৫৬,৬৩৪ জন হজ সম্পন্ন করলেন, ইন্তেকাল করেছেন ৩৪ জন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ অগাস্ট ২০২২, শনিবার
  • / 50

আবদুল ওদুদ: কেন্দ্রীয় হজ কমিটির হজ পরবর্তী বৈঠক গত ১৭ এবং ১৮ আগস্ট মুম্বইতে অনুষ্ঠিত হয়। বৈঠকে চলতি বছরর হজ ব্যবস্থাপনা নিয়ে চেয়ারম্যান আবদুল্লাহ কুট্টিসহ অন্যান্য সদস্যদের নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

 

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

ওই বৈঠক প্রসঙ্গে কেন্দ্রীয় হজ কমিটির ভাইস চেয়ারম্যান মাফুজা খাতুন বলেন, এ বছর ৩২টি রাজ্য থেকে কেন্দ্রীয় হজ কমিটির মাধ্যমে ৫৬,৬৩৪ জন হজ সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩০ হাজার ১৫০ জন পুরুষ এবং ২৬ হাজার ৪৮৪ জন মহিলা। তার মধ্যে রয়েছেন খাদেমুল হুজ্জাজরাও। আর বাকি হাজিরা প্রাইভেট ট্যুর ও ট্রাভেলসের মাধ্যমে হজ সম্পন্ন করে ফিরেছেন বলে তিনি জানান।

আরও পড়ুন: হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির

 

আরও পড়ুন: হজ শুরু: তাঁবুর শহর মিনায় উপস্থিত আল্লাহর মেহমানরা

ভারতীয় হাজিদের মধ্যে ৩৪ জন হাজি পবিত্রভূমি মক্কা-মদিনা এবং মিনায় ইন্তেকাল করেছেন। তার মধ্যে ২০ জন হাজি কেন্দ্রীয় হজ কমিটির মাধ্যমে হজে গিয়েছিলেন। বাকিরা প্রাইভেট ট্যুর ট্রাভেলসের মাধ্যমে হজে গিয়েছিলেন।

 

মাফুজা খাতুন বলেন, তিনটি বিমানসংস্থার মাধ্যমে ১৯৭টি বিমানে ভারতীয় হজযাত্রীরা হজ সম্পন্ন করে ফিরে এসেছেন। দেশের ১০টি স্থান থেকে এই বিমানগুলি ছাড়ে। এবছর সউদিতে হজ পালন করার সুযোগ পান ১০ লাখের বেশি মানুষ। এর মধ্যে সাড়ে ৮ লক্ষ বিভিন্ন দেশ থেকে গিয়েছিলেন। বাকি দেড় লক্ষ ছিল সউদির।

 

২০২৩ সালে যাতে আর বেশি হজ করার সুযোগ পায় তার জন্য আবেদন করা হবে। হজ ব্যবস্থাপনা নিয়ে খুব বেশি অভিযোগ আসেনি। সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনা করতে পারায় তারা সকলকে ধন্যবাদ জানান।

 

হজ রিভিউ মিটিং আগামী সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের অধীনে অনুষ্ঠিত হবে। আগামী বছর ৬৫ বছরের উর্দ্ধে ব্যক্তিরা হজ সম্পন্ন করার সুযোগ পাবেন?

এ প্রসঙ্গে মাফুজা খাতুন বলেন, আগামী অক্টোবর-নভেম্বর সউদিতে বিভিন্ন দেশের হজ কমিটির প্রতিনিধিদের নিয়ে হজ অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বয়সের উর্দ্ধসীমা বিষয়টি নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চলতি বছরে সরকারিভাবে ৫৬,৬৩৪ জন হজ সম্পন্ন করলেন, ইন্তেকাল করেছেন ৩৪ জন

আপডেট : ২০ অগাস্ট ২০২২, শনিবার

আবদুল ওদুদ: কেন্দ্রীয় হজ কমিটির হজ পরবর্তী বৈঠক গত ১৭ এবং ১৮ আগস্ট মুম্বইতে অনুষ্ঠিত হয়। বৈঠকে চলতি বছরর হজ ব্যবস্থাপনা নিয়ে চেয়ারম্যান আবদুল্লাহ কুট্টিসহ অন্যান্য সদস্যদের নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

 

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

ওই বৈঠক প্রসঙ্গে কেন্দ্রীয় হজ কমিটির ভাইস চেয়ারম্যান মাফুজা খাতুন বলেন, এ বছর ৩২টি রাজ্য থেকে কেন্দ্রীয় হজ কমিটির মাধ্যমে ৫৬,৬৩৪ জন হজ সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩০ হাজার ১৫০ জন পুরুষ এবং ২৬ হাজার ৪৮৪ জন মহিলা। তার মধ্যে রয়েছেন খাদেমুল হুজ্জাজরাও। আর বাকি হাজিরা প্রাইভেট ট্যুর ও ট্রাভেলসের মাধ্যমে হজ সম্পন্ন করে ফিরেছেন বলে তিনি জানান।

আরও পড়ুন: হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির

 

আরও পড়ুন: হজ শুরু: তাঁবুর শহর মিনায় উপস্থিত আল্লাহর মেহমানরা

ভারতীয় হাজিদের মধ্যে ৩৪ জন হাজি পবিত্রভূমি মক্কা-মদিনা এবং মিনায় ইন্তেকাল করেছেন। তার মধ্যে ২০ জন হাজি কেন্দ্রীয় হজ কমিটির মাধ্যমে হজে গিয়েছিলেন। বাকিরা প্রাইভেট ট্যুর ট্রাভেলসের মাধ্যমে হজে গিয়েছিলেন।

 

মাফুজা খাতুন বলেন, তিনটি বিমানসংস্থার মাধ্যমে ১৯৭টি বিমানে ভারতীয় হজযাত্রীরা হজ সম্পন্ন করে ফিরে এসেছেন। দেশের ১০টি স্থান থেকে এই বিমানগুলি ছাড়ে। এবছর সউদিতে হজ পালন করার সুযোগ পান ১০ লাখের বেশি মানুষ। এর মধ্যে সাড়ে ৮ লক্ষ বিভিন্ন দেশ থেকে গিয়েছিলেন। বাকি দেড় লক্ষ ছিল সউদির।

 

২০২৩ সালে যাতে আর বেশি হজ করার সুযোগ পায় তার জন্য আবেদন করা হবে। হজ ব্যবস্থাপনা নিয়ে খুব বেশি অভিযোগ আসেনি। সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনা করতে পারায় তারা সকলকে ধন্যবাদ জানান।

 

হজ রিভিউ মিটিং আগামী সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের অধীনে অনুষ্ঠিত হবে। আগামী বছর ৬৫ বছরের উর্দ্ধে ব্যক্তিরা হজ সম্পন্ন করার সুযোগ পাবেন?

এ প্রসঙ্গে মাফুজা খাতুন বলেন, আগামী অক্টোবর-নভেম্বর সউদিতে বিভিন্ন দেশের হজ কমিটির প্রতিনিধিদের নিয়ে হজ অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বয়সের উর্দ্ধসীমা বিষয়টি নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।