২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকলে চরম দুর্ভোগ যাত্রীদের

মারুফা খাতুন
  • আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 97

পুবের কলম ওয়েবডেস্ক : পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের জেরে বৃহস্পতিবার চরম দুর্ভোগে পড়তে হল যাত্রীদের। অভিযোগ, সকাল সাড়ে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি জংশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই লোকোমোটিভে ত্রুটি দেখা দেয়। ফলে ট্রেনটি জলপাইগুড়ির কাছে বেলাকোবা এবং রানিনগর স্টেশনে ঢোকার আগেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে।

পরে অবশ্য বিকল্প লোকোমোটিভের ব্যবস্থা করে ট্রেনের যাত্রা শুরু করা হয়। সূত্রের খবর, ট্রেনে প্রায় ৩০০-র বেশি যাত্রীর ছিলেন। এমনকি, ওই একই ট্রেনে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষও ছিলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ট্রেন জার্নি এখন যন্ত্রণার জার্নি হয়ে গিয়েছে। কোনও রক্ষণাবেক্ষণ নেই, সময় মেনে চলা নেই। কত শিশু, প্রবীণ যাত্রী আটকে আছেন, জল নেই, অন্যান্য পরিষেবা পর্যন্তও নেই। এমনকি কেউ খোঁজও করতে আসেনি’’।

আরও পড়ুন: খারাপ আওহাওয়া জেরে ভুবনেশ্বরের বিমান অবতরণ কলকাতায়, যাত্রী ভোগান্তি

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা জানান, লোকোমোটিভ জনিত সমস্যার কারণেই ট্রেনটি প্রায় দুই ঘণ্টা যাবৎ আটকে ছিল। এই ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত।

আরও পড়ুন: খারাপ আবহাওয়া উত্তরবঙ্গে বিমান চলাচল ব্যাহত, যাত্রী ভোগান্তি দমদমে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকলে চরম দুর্ভোগ যাত্রীদের

আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের জেরে বৃহস্পতিবার চরম দুর্ভোগে পড়তে হল যাত্রীদের। অভিযোগ, সকাল সাড়ে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি জংশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই লোকোমোটিভে ত্রুটি দেখা দেয়। ফলে ট্রেনটি জলপাইগুড়ির কাছে বেলাকোবা এবং রানিনগর স্টেশনে ঢোকার আগেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে।

পরে অবশ্য বিকল্প লোকোমোটিভের ব্যবস্থা করে ট্রেনের যাত্রা শুরু করা হয়। সূত্রের খবর, ট্রেনে প্রায় ৩০০-র বেশি যাত্রীর ছিলেন। এমনকি, ওই একই ট্রেনে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষও ছিলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ট্রেন জার্নি এখন যন্ত্রণার জার্নি হয়ে গিয়েছে। কোনও রক্ষণাবেক্ষণ নেই, সময় মেনে চলা নেই। কত শিশু, প্রবীণ যাত্রী আটকে আছেন, জল নেই, অন্যান্য পরিষেবা পর্যন্তও নেই। এমনকি কেউ খোঁজও করতে আসেনি’’।

আরও পড়ুন: খারাপ আওহাওয়া জেরে ভুবনেশ্বরের বিমান অবতরণ কলকাতায়, যাত্রী ভোগান্তি

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা জানান, লোকোমোটিভ জনিত সমস্যার কারণেই ট্রেনটি প্রায় দুই ঘণ্টা যাবৎ আটকে ছিল। এই ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত।

আরও পড়ুন: খারাপ আবহাওয়া উত্তরবঙ্গে বিমান চলাচল ব্যাহত, যাত্রী ভোগান্তি দমদমে