১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
দেশকে বাঁচাতে ভাইয়ের আত্মত্যাগে গর্বিত দাদা শফিকুল শেখ

Pahalgam Terror Attack: দাদার কাঁধে চেপে বাড়ি ফিরল শহিদ ঝন্টু শেখের কফিনবন্দি দেহ…

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, শনিবার
  • / 493

Pahalgam Terror Attack: স্বজন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়লেন এলাকাবাসী 

 

স্ত্রী বললেন, ‘বদলা চাই’

পুবের কলম,ওয়েবডেস্ক: Pahalgam Terror Attack… দাদার কাঁধে চেপে বাড়ি ফিরল শহিদ ঝন্টু শেখের কফিনবন্দি দেহ।বলা বাহুল্য, দাদা রফিকুল শেখও সেনাবাহিনীতে আছেন। রফিকুল আর্টিলারি রেজিমেন্টের সুবেদার। একবছর হল তাঁরও পোস্টিং কাশ্মীরে। ঝন্টু সেনাবাহিনীতে রয়েছেন ১৪ বছর ধরে।

আরও পড়ুন: শাহের ‘মাথা’ কেটে টেবিলে রাখা উচিত, Mahua Moitra-র বিরুদ্ধে দায়ের FIR

 

আরও পড়ুন: ৭০ দিন জেলবন্দি থাকার পর জামিন পেলেন নাজিবুল

Pahalgam Terror Attack: শহিদ জওয়ান ঝন্টু আলির পাথরঘাটা গ্রামে কান্নার প্রতিধ্বনি 

 

আরও পড়ুন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প দৃঢ়: সিওলেতে পৌঁছে লিখলেন অভিষেক

Pahalgam Terror Attack: দাদার কাঁধে চেপে বাড়ি ফিরল শহিদ ঝন্টু শেখের কফিনবন্দি দেহ...

তাঁর দাদা রফিকুল সেনাবাহিনীতে আছেন ২৮ বছর। দেশকে বাঁচাতে ভাইয়ের আত্মত্যাগে গর্বিত দাদা। এদিন দেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ফেটে পড়েন শহিদের স্ত্রী, বাবা-মা আত্মীয় স্বজন। ভিড় করেন পাথরঘাটা এলাকার প্রচুর মানুষ। সকলের চোখেমুখেই বিষাদের ছায়া (Pahalgam Terror Attack)।

 

 

Pope Francis funeral: বিশ্ব নেতারা জড়ো হচ্ছেন ভ্যাটিকানে

বেলা ১১টা নাগাদ বাড়ির এলাকাতেই বীর শহিদকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। চোখে জল নিয়েও দেশবাসীকে অশান্তি এড়িয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করার শপথ নেওয়ার আহ্বান জানান ঝন্টুর দাদা শফিকুল শেখ। স্থানীয় ইদগাহ ময়দানে তাঁর জানাজার প্রস্তুতি শুরু হচ্ছিল বলেই জানা গেছে।

 

 

“আমরাও মুসলিম। কিন্তু ওদের (পাকিস্তান) মনে বিদ্বেষ। ওরা মুসলিম নয়। এর বদলা চাই। না হলে আরও বাচ্চা বাবা হারা হবে!’ —- সদ্য স্বামীহারা স্ত্রী

 

 

Pahalgam Terror Attack: দাদার কাঁধে চেপে বাড়ি ফিরল শহিদ ঝন্টু শেখের কফিনবন্দি দেহ...
নিহত শহিদ ঝন্টু আলি শেখকে গ্রামবাসীদের শেষ শ্রদ্ধা।

 

কাঁদতে কাঁদতে স্ত্রী বললেন, “বৃহস্পতিবার সকালেও মেসেজে কথা হয়েছিল। কে জানতো, ওটাই শেষ কথা!” চোখের জল মুছে বললেন, “আমার ছেলেটার মতো আর কোনও সন্তান যেন বাবা হারা না হয়। পাকিস্তানের বদলা চাই।”

এদিন সকালে সেখানে গার্ড অফ অনার দেওয়া পর সকাল সাড়ে ন’টা নাগাদ তেহট্টর পাথরঘাটা গ্রামে পৌঁছয় কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলির কফিন বন্দি দেহ। পাথরঘাটা তো বটেই ঝণ্টুকে শেষ দেখা দেখতে আগে থেকেই গ্রামে মানুষের উপচে পড়া ভিড় ছিল। কফিনবন্দি ঝণ্টুকে দেখে পরিজনেরা তো বটেই কেঁদে ফেললেন গ্রামবাসীরাও। জানালেন, আগে আগ্রায় পোস্টিং ছিল ঝণ্টু। দেড় বছর আগে কাশ্মীরে পোস্টিং হয় তাঁর। ঝণ্টুর দাদা সফিকুলও রয়েছেন কাশ্মীরের সেনা বাহিনীতে। মাস খানেক আগে শেষবার গ্রামে এসেছিলেন ঝণ্টু।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশকে বাঁচাতে ভাইয়ের আত্মত্যাগে গর্বিত দাদা শফিকুল শেখ

Pahalgam Terror Attack: দাদার কাঁধে চেপে বাড়ি ফিরল শহিদ ঝন্টু শেখের কফিনবন্দি দেহ…

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, শনিবার

Pahalgam Terror Attack: স্বজন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়লেন এলাকাবাসী 

 

স্ত্রী বললেন, ‘বদলা চাই’

পুবের কলম,ওয়েবডেস্ক: Pahalgam Terror Attack… দাদার কাঁধে চেপে বাড়ি ফিরল শহিদ ঝন্টু শেখের কফিনবন্দি দেহ।বলা বাহুল্য, দাদা রফিকুল শেখও সেনাবাহিনীতে আছেন। রফিকুল আর্টিলারি রেজিমেন্টের সুবেদার। একবছর হল তাঁরও পোস্টিং কাশ্মীরে। ঝন্টু সেনাবাহিনীতে রয়েছেন ১৪ বছর ধরে।

আরও পড়ুন: শাহের ‘মাথা’ কেটে টেবিলে রাখা উচিত, Mahua Moitra-র বিরুদ্ধে দায়ের FIR

 

আরও পড়ুন: ৭০ দিন জেলবন্দি থাকার পর জামিন পেলেন নাজিবুল

Pahalgam Terror Attack: শহিদ জওয়ান ঝন্টু আলির পাথরঘাটা গ্রামে কান্নার প্রতিধ্বনি 

 

আরও পড়ুন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প দৃঢ়: সিওলেতে পৌঁছে লিখলেন অভিষেক

Pahalgam Terror Attack: দাদার কাঁধে চেপে বাড়ি ফিরল শহিদ ঝন্টু শেখের কফিনবন্দি দেহ...

তাঁর দাদা রফিকুল সেনাবাহিনীতে আছেন ২৮ বছর। দেশকে বাঁচাতে ভাইয়ের আত্মত্যাগে গর্বিত দাদা। এদিন দেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ফেটে পড়েন শহিদের স্ত্রী, বাবা-মা আত্মীয় স্বজন। ভিড় করেন পাথরঘাটা এলাকার প্রচুর মানুষ। সকলের চোখেমুখেই বিষাদের ছায়া (Pahalgam Terror Attack)।

 

 

Pope Francis funeral: বিশ্ব নেতারা জড়ো হচ্ছেন ভ্যাটিকানে

বেলা ১১টা নাগাদ বাড়ির এলাকাতেই বীর শহিদকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। চোখে জল নিয়েও দেশবাসীকে অশান্তি এড়িয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করার শপথ নেওয়ার আহ্বান জানান ঝন্টুর দাদা শফিকুল শেখ। স্থানীয় ইদগাহ ময়দানে তাঁর জানাজার প্রস্তুতি শুরু হচ্ছিল বলেই জানা গেছে।

 

 

“আমরাও মুসলিম। কিন্তু ওদের (পাকিস্তান) মনে বিদ্বেষ। ওরা মুসলিম নয়। এর বদলা চাই। না হলে আরও বাচ্চা বাবা হারা হবে!’ —- সদ্য স্বামীহারা স্ত্রী

 

 

Pahalgam Terror Attack: দাদার কাঁধে চেপে বাড়ি ফিরল শহিদ ঝন্টু শেখের কফিনবন্দি দেহ...
নিহত শহিদ ঝন্টু আলি শেখকে গ্রামবাসীদের শেষ শ্রদ্ধা।

 

কাঁদতে কাঁদতে স্ত্রী বললেন, “বৃহস্পতিবার সকালেও মেসেজে কথা হয়েছিল। কে জানতো, ওটাই শেষ কথা!” চোখের জল মুছে বললেন, “আমার ছেলেটার মতো আর কোনও সন্তান যেন বাবা হারা না হয়। পাকিস্তানের বদলা চাই।”

এদিন সকালে সেখানে গার্ড অফ অনার দেওয়া পর সকাল সাড়ে ন’টা নাগাদ তেহট্টর পাথরঘাটা গ্রামে পৌঁছয় কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলির কফিন বন্দি দেহ। পাথরঘাটা তো বটেই ঝণ্টুকে শেষ দেখা দেখতে আগে থেকেই গ্রামে মানুষের উপচে পড়া ভিড় ছিল। কফিনবন্দি ঝণ্টুকে দেখে পরিজনেরা তো বটেই কেঁদে ফেললেন গ্রামবাসীরাও। জানালেন, আগে আগ্রায় পোস্টিং ছিল ঝণ্টু। দেড় বছর আগে কাশ্মীরে পোস্টিং হয় তাঁর। ঝণ্টুর দাদা সফিকুলও রয়েছেন কাশ্মীরের সেনা বাহিনীতে। মাস খানেক আগে শেষবার গ্রামে এসেছিলেন ঝণ্টু।