সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে জয়নগরে পেপারব্লকের রাস্তার সূচনা করলেন বিধায়ক বিশ্বনাথ দাস

- আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার
- / 203
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সামনে বিধানসভার নির্বাচন। আর তার আগে নিজের বিধানসভার এলাকার উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস।রবিবার জয়নগর বিধানসভার দক্ষিন বারাশত মহাশ্মশানের প্রায় তিন কোটি টাকা ব্যয়ের বৈদ্যুতিক চুল্লির শিল্যানাসের পরের দিন সোমবার দক্ষিন বারাশত বাজার মোড় হতে ময়দা রথতলার মোড় পর্যন্ত সাড় তিন কিলোমিটার রাস্তার পেপার ব্লকে রুপান্তরের কাজের শিল্যানাস হয়ে গেল।
এদিন জয়নগর এক ব্লকের হরিনারায়ণপুর পঞ্চায়েতের গোড়েরহাট মোড়ে এই কাজের শুভ সূচনা করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।এছাড়া উপস্থিত ছিলেন জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস,সমাজসেবী তুহিন বিশ্বাস সহ আরো অনেকে।সাড়ে তিন কিলোমিটার এই রাস্তার পেপার ব্লকের কাজের ব্যয় ধরা হয়েছে সাড়ে ৬ কোটি টাকা।সময় লাগবে চারমাস।
এদিন এই কাজের শুভ সূচনা করে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন,জয়নগর এক ও দুই নং ব্লকের সংযোগকারী এই রাস্তাটির পাশে অনেক দোকান আছে।পিচের রাস্তা নিচু হওয়ায় ও আশেপাশের দোকানপাট উঁচু হওয়ায় জল জমে বিটুমিনের রাস্তা ক্ষতিগ্রস্থ হচ্ছিল।তাছাড়া এই রাস্তা দিয়ে প্রচুর ভারী ভারী পণ্যবাহী ট্রাক চলাচল করায় ও রাস্তার ক্ষতি হচছিল।তাই এলাকার মানুষের কথা ভেবে আমি পূর্ত দপ্তরের রোড বিভাগের সাথে কথা বলে এই রাস্তাটি বিটুমিনের বদলে পেপার ব্লকের করার অনুমোদন আদায় করে নিই।
আর পেপার ব্লকে এই দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার রাস্তা তৈরি হয়ে গেলে এই রাস্তা স্থায়ী হবে অনেকদিন।এই রাস্তার ওপর দিয়ে প্রতিদিন বারুইপুর পূর্ব বিধানসভার ৪ টি অঞ্চল, জয়নগর বিধানসভার ৮ টি অঞ্চল এবং কুলতলি বিধানসভার ৩-৪ টি অঞ্চলের কয়েক হাজার মানুষ যাতায়াত করে।তাই এই রাস্তাটিকে আগের চেয়ে আরও মজবুত ভাবে করা হচ্ছে।জনপ্রতিনিধি হিসাবে মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল কাজ।আমি মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন করতে চাই।