২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার পার্থ আত্মীয়, সিবিআইয়ের আতসকাচের নিচে রাজারহাটের শিক্ষক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ অগাস্ট ২০২২, শনিবার
  • / 33

পুবের কলম প্রতিবেদক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই-এর হাতে গ্রেফতার আরও এক মধ্যস্থকারী। ধৃত প্রসন্নকুমার রায়।  তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সম্পর্কে ভাগ্নি জামাই বলে জানতে পারছেন তদন্তকারীরা।

সিবিআই সূত্রে খবর, সল্টলেকের জিডি ব্লকে গাড়ি ভাড়া ব্যবসার আড়ালে নিয়োগ দুর্নীতির টাকা লেনদেন করত প্রসন্ন। একটি কালো রঙের গাড়িতে করে আসত সেই নিয়োগ দুর্নীতির টাকা। এরই আগে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হয়েছে প্রদীপ সিং নামে এক ব্যক্তি।   তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে এই প্রসন্নের নাম।  দু’জনেই যুক্ত ছিল ‘ওই গাড়ি ব্যবসায়’।

আরও পড়ুন: ফের জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়

সিবিআই সূত্রের খবর, ধৃত প্রসন্ন রায়ের বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছে। সেই তালিকায় নিউ টাউনের বলাকা আবাসনে বি ৬/২/৩ নম্বরের সন্ধান মিলেছে।

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়কে ‘মাস্টারমাইন্ড’  বলেও জামিন পেলেন না অর্পিতা

কলকাতা লেদার কমপ্লেক্স থানার অধীনে অভিজাত ভিলার পাশাপাশি রাজারহাট ধারসা এলাকায় বাগান বাড়ি-সহ একাধিক জমির খোঁজ পেয়েছেন গোয়েন্দারা।  দিঘা,  জঙ্গলমহল, উত্তরবঙ্গে রয়েছে একাধিক রিসর্ট।  সেখানের কয়েকটি চা-বাগানে মালিকও এই প্রসন্ন। গাড়ি ব্যবসার উপার্জনের সঙ্গে এই বিপুল পরিমাণ অর্থের সম্পত্তির হদিশ মিলাতে পারছে না তদন্তকারীরা।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় এখন সিবিআইয়ের সিট প্রধান পদে বাঙালি অফিসার

সেখান থেকেই সিবিআই আধিকারিকদের ধারণা, নিয়োগ দুর্নীতির বিপুল অঙ্কের টাকায় ওই সম্পত্তির মালিক হয়েছে প্রসন্ন।

এদিকে, পার্থ-প্রসন্ন মিডিলম্যান হিসাবে রাজারহাটের এক শিক্ষকের রয়েছেন সিবিআইয়ের আতসকাচের নিচে। সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষকের নাম আবদুল আমিন। তিনি রাজারহাট পাথরঘাটা হাই স্কুলের সহকারি শিক্ষক হিসাবে কর্মরত। রাজারহাট অঞ্চলে কান পাতলেই শোনা যাচ্ছে,  বিপুল টাকার বিনিময়ে প্রসন্নের মাধ্যমে যুবকদের চাকরির পাইয়ে দিতেন এই স্কুলশিক্ষক।

এই নিয়ে তদন্তকারীদের ধারণা, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এই ধরনের মিডিলম্যানের জাল ছড়িয়ে রয়েছে রাজ্যজুড়ে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার পার্থ আত্মীয়, সিবিআইয়ের আতসকাচের নিচে রাজারহাটের শিক্ষক

আপডেট : ২৭ অগাস্ট ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই-এর হাতে গ্রেফতার আরও এক মধ্যস্থকারী। ধৃত প্রসন্নকুমার রায়।  তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সম্পর্কে ভাগ্নি জামাই বলে জানতে পারছেন তদন্তকারীরা।

সিবিআই সূত্রে খবর, সল্টলেকের জিডি ব্লকে গাড়ি ভাড়া ব্যবসার আড়ালে নিয়োগ দুর্নীতির টাকা লেনদেন করত প্রসন্ন। একটি কালো রঙের গাড়িতে করে আসত সেই নিয়োগ দুর্নীতির টাকা। এরই আগে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হয়েছে প্রদীপ সিং নামে এক ব্যক্তি।   তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে এই প্রসন্নের নাম।  দু’জনেই যুক্ত ছিল ‘ওই গাড়ি ব্যবসায়’।

আরও পড়ুন: ফের জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়

সিবিআই সূত্রের খবর, ধৃত প্রসন্ন রায়ের বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছে। সেই তালিকায় নিউ টাউনের বলাকা আবাসনে বি ৬/২/৩ নম্বরের সন্ধান মিলেছে।

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়কে ‘মাস্টারমাইন্ড’  বলেও জামিন পেলেন না অর্পিতা

কলকাতা লেদার কমপ্লেক্স থানার অধীনে অভিজাত ভিলার পাশাপাশি রাজারহাট ধারসা এলাকায় বাগান বাড়ি-সহ একাধিক জমির খোঁজ পেয়েছেন গোয়েন্দারা।  দিঘা,  জঙ্গলমহল, উত্তরবঙ্গে রয়েছে একাধিক রিসর্ট।  সেখানের কয়েকটি চা-বাগানে মালিকও এই প্রসন্ন। গাড়ি ব্যবসার উপার্জনের সঙ্গে এই বিপুল পরিমাণ অর্থের সম্পত্তির হদিশ মিলাতে পারছে না তদন্তকারীরা।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় এখন সিবিআইয়ের সিট প্রধান পদে বাঙালি অফিসার

সেখান থেকেই সিবিআই আধিকারিকদের ধারণা, নিয়োগ দুর্নীতির বিপুল অঙ্কের টাকায় ওই সম্পত্তির মালিক হয়েছে প্রসন্ন।

এদিকে, পার্থ-প্রসন্ন মিডিলম্যান হিসাবে রাজারহাটের এক শিক্ষকের রয়েছেন সিবিআইয়ের আতসকাচের নিচে। সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষকের নাম আবদুল আমিন। তিনি রাজারহাট পাথরঘাটা হাই স্কুলের সহকারি শিক্ষক হিসাবে কর্মরত। রাজারহাট অঞ্চলে কান পাতলেই শোনা যাচ্ছে,  বিপুল টাকার বিনিময়ে প্রসন্নের মাধ্যমে যুবকদের চাকরির পাইয়ে দিতেন এই স্কুলশিক্ষক।

এই নিয়ে তদন্তকারীদের ধারণা, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এই ধরনের মিডিলম্যানের জাল ছড়িয়ে রয়েছে রাজ্যজুড়ে।