০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পেট্রোলের সেঞ্চুরির কলকাতায়, সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেল !

মাসুদ আলি
  • আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার
  • / 118

পুবের কলম ওয়েব ডেস্ক : লাগাতার বেড়েই চলেছে জ্বালানির দাম। পেট্রোল আগেই সেঞ্চুরি করেছিল। এবার ডিজেলও হাঁকাল সেঞ্চুরি। মঙ্গলবার রাত ১২টার পর থেকে কলকাতায় এক লিটার ডিজেলের দাম ছাড়াল ৯৮ টাকার গণ্ডি।মাঝে একদিন বিরতি ছিল। তার পর মঙ্গলবার রাত ১২টার পর ফের বাড়ল জ্বালানির দাম। অন্তত ৩৫ পয়সা করে। বুধবার কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৩৪ পয়সা বেড়ে হল ১০৬.৭৭ টাকা। ডিজেলের মূল্য বেড়ে হল ৯৮.০৩ টাকা। এবার সেঞ্চুরি করা সময়ের অপেক্ষা।

বাকি মেট্রো শহরেও একই হাল। দিল্লিতে কলকাতার তুলনায় জ্বালানির দাম কম থাকলেও মুম্বইতে আগুন। দিল্লিতে এক লিটার পেট্রলের দাম ৩৫ পয়সা বেড়ে হল ১০৬.১৯ টাকা। এক লিটার ডিজেলের দাম ৯৪.৯২ টাকা। এদিকে মুম্বইতে পেট্রোল, ডিজেল সবই সেঞ্চুরি করেছে। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১১২.১১ টাকা এবং ১০২.৮৯ টাকা। চেন্নাইয়ে এক লিটার পেট্রোলের দাম ১০৩.৩১ টাকা। এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৯.২৬ টাকা। বলা যায় সেঞ্চুরির দোরগোড়ায়।

আরও পড়ুন: কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে বিপুল। গত তিন বছরের মধ্যে তা সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। স্বাভাবিকভাবেই ভারতেও লাগাতার বাড়ছে পেট্রোল–ডিজেলের দাম। এর ফলে দাম বাড়ছে আনুষঙ্গিক জিনিসপত্রেরও। সবজি, ফলের বাজারে আগুন। কারণ সবেরই পরিবহন মূল্য বেড়ে যাচ্ছে।

আরও পড়ুন: NCRB Report: কেন্দ্রীয় রিপোর্টে চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

বাকি মেট্রো শহরেও একই হাল। দিল্লিতে কলকাতার তুলনায় জ্বালানির দাম কম থাকলেও মুম্বইতে আগুন। দিল্লিতে এক লিটার পেট্রলের দাম ৩৫ পয়সা বেড়ে হল ১০৬.১৯ টাকা। এক লিটার ডিজেলের দাম ৯৪.৯২ টাকা। এদিকে মুম্বইতে পেট্রোল, ডিজেল সবই সেঞ্চুরি করেছে। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১১২.১১ টাকা এবং ১০২.৮৯ টাকা। চেন্নাইয়ে এক লিটার পেট্রোলের দাম ১০৩.৩১ টাকা। এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৯.২৬ টাকা। বলা যায় সেঞ্চুরির দোরগোড়ায়।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে বিপুল। গত তিন বছরের মধ্যে তা সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। স্বাভাবিকভাবেই ভারতেও লাগাতার বাড়ছে পেট্রোল–ডিজেলের দাম। এর ফলে দাম বাড়ছে আনুষঙ্গিক জিনিসপত্রেরও। সবজি, ফলের বাজারে আগুন। কারণ সবেরই পরিবহন মূল্য বেড়ে যাচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পেট্রোলের সেঞ্চুরির কলকাতায়, সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেল !

আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক : লাগাতার বেড়েই চলেছে জ্বালানির দাম। পেট্রোল আগেই সেঞ্চুরি করেছিল। এবার ডিজেলও হাঁকাল সেঞ্চুরি। মঙ্গলবার রাত ১২টার পর থেকে কলকাতায় এক লিটার ডিজেলের দাম ছাড়াল ৯৮ টাকার গণ্ডি।মাঝে একদিন বিরতি ছিল। তার পর মঙ্গলবার রাত ১২টার পর ফের বাড়ল জ্বালানির দাম। অন্তত ৩৫ পয়সা করে। বুধবার কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৩৪ পয়সা বেড়ে হল ১০৬.৭৭ টাকা। ডিজেলের মূল্য বেড়ে হল ৯৮.০৩ টাকা। এবার সেঞ্চুরি করা সময়ের অপেক্ষা।

বাকি মেট্রো শহরেও একই হাল। দিল্লিতে কলকাতার তুলনায় জ্বালানির দাম কম থাকলেও মুম্বইতে আগুন। দিল্লিতে এক লিটার পেট্রলের দাম ৩৫ পয়সা বেড়ে হল ১০৬.১৯ টাকা। এক লিটার ডিজেলের দাম ৯৪.৯২ টাকা। এদিকে মুম্বইতে পেট্রোল, ডিজেল সবই সেঞ্চুরি করেছে। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১১২.১১ টাকা এবং ১০২.৮৯ টাকা। চেন্নাইয়ে এক লিটার পেট্রোলের দাম ১০৩.৩১ টাকা। এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৯.২৬ টাকা। বলা যায় সেঞ্চুরির দোরগোড়ায়।

আরও পড়ুন: কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে বিপুল। গত তিন বছরের মধ্যে তা সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। স্বাভাবিকভাবেই ভারতেও লাগাতার বাড়ছে পেট্রোল–ডিজেলের দাম। এর ফলে দাম বাড়ছে আনুষঙ্গিক জিনিসপত্রেরও। সবজি, ফলের বাজারে আগুন। কারণ সবেরই পরিবহন মূল্য বেড়ে যাচ্ছে।

আরও পড়ুন: NCRB Report: কেন্দ্রীয় রিপোর্টে চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

বাকি মেট্রো শহরেও একই হাল। দিল্লিতে কলকাতার তুলনায় জ্বালানির দাম কম থাকলেও মুম্বইতে আগুন। দিল্লিতে এক লিটার পেট্রলের দাম ৩৫ পয়সা বেড়ে হল ১০৬.১৯ টাকা। এক লিটার ডিজেলের দাম ৯৪.৯২ টাকা। এদিকে মুম্বইতে পেট্রোল, ডিজেল সবই সেঞ্চুরি করেছে। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১১২.১১ টাকা এবং ১০২.৮৯ টাকা। চেন্নাইয়ে এক লিটার পেট্রোলের দাম ১০৩.৩১ টাকা। এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৯.২৬ টাকা। বলা যায় সেঞ্চুরির দোরগোড়ায়।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে বিপুল। গত তিন বছরের মধ্যে তা সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। স্বাভাবিকভাবেই ভারতেও লাগাতার বাড়ছে পেট্রোল–ডিজেলের দাম। এর ফলে দাম বাড়ছে আনুষঙ্গিক জিনিসপত্রেরও। সবজি, ফলের বাজারে আগুন। কারণ সবেরই পরিবহন মূল্য বেড়ে যাচ্ছে।