২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বেহালায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ মে ২০২২, মঙ্গলবার
  • / 73

পুবের কলম প্রতিবেদক: রাতে বন্ধুর বাড়ির ছাদে মদ্যপানের আসর। আর তারপরই বন্ধুর বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের। নিছকই দুর্ঘটনা নাকি খুন?  কেউ কি তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল উপর থেকে?  বন্ধুর বাড়িতে মদ্যপানের আসরের পর এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ঘনীভূত হয়েছে রহস্য।

ঘটনাটি ঘটেছে বেহালার চন্ডীতলা ব্রাঞ্চ রোডে। মৃতের নাম কুশল চক্রবর্তী। বয়স ২৭ বছর। জানা গিয়েছে, রবিবার রাতে বন্ধু বিতান সেনের বাড়ির ছাদে মদ্যপানের আসর বসায়। রাত ১১টা থেকে শুরু হয় মদ্যপান। মোট ৩ জন ছিল সেই আসরে। বিতান সেন, কুশল চক্রবর্তী ও আরেক ভাই। সারা রাত ধরেই চলে মদ্যপান। এরপরই ভোরবেলা কুশল চক্রবর্তী দোতলার ছাদ থেকে পাশের বাড়িতে পড়ে যান।

আরও পড়ুন: হরিয়ানার এক বিশ্ববিদ্যালয়ে ২ ছাত্রের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আওয়াজ শুনে ছুটে আসেন বিতান সেনের বাবা প্রদীপ সেন। গুরুতর জখম অবস্থায় তৎক্ষণাৎ কুশল চক্রবর্তীকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরবর্তীতে তাঁকে এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার হাসপাতালেই মৃত্যু হয় কুশল চক্রবর্তীর। এই ঘটনায় ইতিমধ্যেই বন্ধু বিতান সেনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: বাদুড়িয়া: পাওনা টাকা আনতে গিয়ে খুন যুবক,  শিক্ষক ভাই, না দুস্কৃতিদের হাতে খুন, তদন্তে পুলিশ

ঘটনার তদন্ত শুরু করেছে বেহালা থানার পুলিশ। ছাদ থেকে কী করে পড়ে গেলেন কুশল চক্রবর্তী? মদ্যপানের আসরে কি বন্ধুদের সঙ্গে বচসা হয়? কেউ কি তাঁকে ধাক্কা মেরে উপর থেকে ফেলে দিয়েছে? সবদিক খতিয়ে দেখে তদন্ত করছে বেহালা থানার পুলিশ।

আরও পড়ুন: অবশেষে বৃষ্টি নামল কলকাতার একাংশে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেহালায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ

আপডেট : ২৪ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: রাতে বন্ধুর বাড়ির ছাদে মদ্যপানের আসর। আর তারপরই বন্ধুর বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের। নিছকই দুর্ঘটনা নাকি খুন?  কেউ কি তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল উপর থেকে?  বন্ধুর বাড়িতে মদ্যপানের আসরের পর এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ঘনীভূত হয়েছে রহস্য।

ঘটনাটি ঘটেছে বেহালার চন্ডীতলা ব্রাঞ্চ রোডে। মৃতের নাম কুশল চক্রবর্তী। বয়স ২৭ বছর। জানা গিয়েছে, রবিবার রাতে বন্ধু বিতান সেনের বাড়ির ছাদে মদ্যপানের আসর বসায়। রাত ১১টা থেকে শুরু হয় মদ্যপান। মোট ৩ জন ছিল সেই আসরে। বিতান সেন, কুশল চক্রবর্তী ও আরেক ভাই। সারা রাত ধরেই চলে মদ্যপান। এরপরই ভোরবেলা কুশল চক্রবর্তী দোতলার ছাদ থেকে পাশের বাড়িতে পড়ে যান।

আরও পড়ুন: হরিয়ানার এক বিশ্ববিদ্যালয়ে ২ ছাত্রের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আওয়াজ শুনে ছুটে আসেন বিতান সেনের বাবা প্রদীপ সেন। গুরুতর জখম অবস্থায় তৎক্ষণাৎ কুশল চক্রবর্তীকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরবর্তীতে তাঁকে এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার হাসপাতালেই মৃত্যু হয় কুশল চক্রবর্তীর। এই ঘটনায় ইতিমধ্যেই বন্ধু বিতান সেনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: বাদুড়িয়া: পাওনা টাকা আনতে গিয়ে খুন যুবক,  শিক্ষক ভাই, না দুস্কৃতিদের হাতে খুন, তদন্তে পুলিশ

ঘটনার তদন্ত শুরু করেছে বেহালা থানার পুলিশ। ছাদ থেকে কী করে পড়ে গেলেন কুশল চক্রবর্তী? মদ্যপানের আসরে কি বন্ধুদের সঙ্গে বচসা হয়? কেউ কি তাঁকে ধাক্কা মেরে উপর থেকে ফেলে দিয়েছে? সবদিক খতিয়ে দেখে তদন্ত করছে বেহালা থানার পুলিশ।

আরও পড়ুন: অবশেষে বৃষ্টি নামল কলকাতার একাংশে