০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূলের অঞ্চল সভাপতিকে “ভুয়ো” বলায় বিক্ষোভ হাড়োয়া খালে

চামেলি দাস
  • আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 41

পুবের কলম ওয়েবডেস্ক: তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত অঞ্চল সভাপতিকে “ভুয়ো” বলায় বিক্ষোভ হাড়োয়া খালে। বারাসাত দুই ব্লকের অধীন কীর্তিপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন শাহাবুদ্দিন আলি। নতুন করে তৃণমূলের বেশ কয়েকজন নেতাকর্মী শাহাবুদ্দিন আলিকে ভুয়ো অঞ্চল সভাপতি বলে সোশাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি করেছেন। বুধবার বিকালে এরই প্রতিবাদে কীর্তিপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের কাছে হাড়োয়া খালে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের মধ্যে গলাশিয়া বুথের সভাপতি নাঈমুল ওরফে বাপি বলেন ব্লক এবং জেলা নেতৃত্বের নির্দেশে কীর্তিপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে সুনামের সঙ্গে কাজ করে চলেছেন শাহাবুদ্দিন আলি। তাকে কেউ বা কারা ভুয়ো বলছেন। আসলে তারা জমি মাফিয়া।

তৃণমূলের অঞ্চল সভাপতিকে "ভুয়ো" বলায় বিক্ষোভ হাড়োয়া খালে

আরও পড়ুন: ২১ জুলাই প্রস্তুতি মিটিংয়ে সুন্দরবন রক্ষার বার্তা, চারাগাছ বিতরণ

এলাকার জলা জমিকে ভরাট করে তারা কর্পোরেট সংস্থার হাতে তুলে দিতে চাইছে। সেই রাগ থেকেই তারা অঞ্চল সভাপতিকে ভুয়ো বলছেন। তাই আমরা এর নিন্দা জানিয়ে আজকে বিক্ষোভ প্রদর্শন করছি। কীর্তিপুর ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন আলি দাবি করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এর নির্দেশে আমাদের প্রয়াত বিধায়ক হাজী নুরুল ইসলাম ও প্রয়াত বারাসাত ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষের সই করা দলীয় প্যাডে আমাকে কীর্তিপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সেই ভাবে সুনামের সঙ্গে গত পঞ্চায়েত ভোট, লোকসভার ভোট এবং বিধানসভার পুন: নির্বাচনে আমার অঞ্চল থেকে ব্যাপকভাবে লিড দিয়েছে। যারা এসব কথা বলছে তারা তৃণমূলের দল বিরোধী কাজ করছে। উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানাব। যারা সোশ্যাল মিডিয়ায় এসব কথা বলছে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সোশ্যাল মিডিয়ায় বক্তব্য পোষণকারী তৃণমূল কর্মী হায়দার আলি তিনি কীর্তিপুর দুই অঞ্চল তৃণমূলের সভাপতি  শাহাবুদ্দিন আলিকে ভুয়ো বলে গোষ্ঠী কোন্দলকে প্রকাশ্যে এনে দিয়েছেন। এর নিন্দা জানিয়েছেন তৃণমূলের বারাসাত দুই ব্লক নেতৃত্ব।

আরও পড়ুন: শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল, ২ বছর ডাক্তারি করতে পারবেন না

আরও পড়ুন: বিধানসভায় শপথ নিলেন কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূলের অঞ্চল সভাপতিকে “ভুয়ো” বলায় বিক্ষোভ হাড়োয়া খালে

আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত অঞ্চল সভাপতিকে “ভুয়ো” বলায় বিক্ষোভ হাড়োয়া খালে। বারাসাত দুই ব্লকের অধীন কীর্তিপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন শাহাবুদ্দিন আলি। নতুন করে তৃণমূলের বেশ কয়েকজন নেতাকর্মী শাহাবুদ্দিন আলিকে ভুয়ো অঞ্চল সভাপতি বলে সোশাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি করেছেন। বুধবার বিকালে এরই প্রতিবাদে কীর্তিপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের কাছে হাড়োয়া খালে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের মধ্যে গলাশিয়া বুথের সভাপতি নাঈমুল ওরফে বাপি বলেন ব্লক এবং জেলা নেতৃত্বের নির্দেশে কীর্তিপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে সুনামের সঙ্গে কাজ করে চলেছেন শাহাবুদ্দিন আলি। তাকে কেউ বা কারা ভুয়ো বলছেন। আসলে তারা জমি মাফিয়া।

তৃণমূলের অঞ্চল সভাপতিকে "ভুয়ো" বলায় বিক্ষোভ হাড়োয়া খালে

আরও পড়ুন: ২১ জুলাই প্রস্তুতি মিটিংয়ে সুন্দরবন রক্ষার বার্তা, চারাগাছ বিতরণ

এলাকার জলা জমিকে ভরাট করে তারা কর্পোরেট সংস্থার হাতে তুলে দিতে চাইছে। সেই রাগ থেকেই তারা অঞ্চল সভাপতিকে ভুয়ো বলছেন। তাই আমরা এর নিন্দা জানিয়ে আজকে বিক্ষোভ প্রদর্শন করছি। কীর্তিপুর ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন আলি দাবি করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এর নির্দেশে আমাদের প্রয়াত বিধায়ক হাজী নুরুল ইসলাম ও প্রয়াত বারাসাত ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষের সই করা দলীয় প্যাডে আমাকে কীর্তিপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সেই ভাবে সুনামের সঙ্গে গত পঞ্চায়েত ভোট, লোকসভার ভোট এবং বিধানসভার পুন: নির্বাচনে আমার অঞ্চল থেকে ব্যাপকভাবে লিড দিয়েছে। যারা এসব কথা বলছে তারা তৃণমূলের দল বিরোধী কাজ করছে। উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানাব। যারা সোশ্যাল মিডিয়ায় এসব কথা বলছে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সোশ্যাল মিডিয়ায় বক্তব্য পোষণকারী তৃণমূল কর্মী হায়দার আলি তিনি কীর্তিপুর দুই অঞ্চল তৃণমূলের সভাপতি  শাহাবুদ্দিন আলিকে ভুয়ো বলে গোষ্ঠী কোন্দলকে প্রকাশ্যে এনে দিয়েছেন। এর নিন্দা জানিয়েছেন তৃণমূলের বারাসাত দুই ব্লক নেতৃত্ব।

আরও পড়ুন: শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল, ২ বছর ডাক্তারি করতে পারবেন না

আরও পড়ুন: বিধানসভায় শপথ নিলেন কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ