০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী দুদিন বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ অগাস্ট ২০২২, শনিবার
  • / 193

পুবের কলম, ওয়েবডেস্ক: নিম্নচাপের কারণে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের কাছে নিম্নচাপটি অবস্থান করছে। কলকাতা থেকে এটির দূরত্ব প্রায় ২২০ কিমি। নিম্নচাপটি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আরও কিছু শক্তি বৃদ্ধি করবে। ফলে রবিবার এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা বা পূর্ব মেদিনীপুর উপকূল ও সংলগ্ন উত্তর ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর পরি সেটি  ঝাড়খণ্ডের কাছে উত্তর ওড়িশা হয়ে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হতে পারে।

 

আরও পড়ুন: Rain forecast: দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা

নিম্নচাপটি সর্বোচ্চ গভীর নিম্নচাপে পরিণত হবে। উপযুক্ত পরিবেশ পেলে অতিগভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। এর ফলে আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হবে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া,  হুগলি কলকাতা ও নদিয়া জেলার প্রায় সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বেশকিছু জায়গায় ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Red Sea cable cut: লোহিত সাগরে কেবল কাটার জেরে দেশজুড়ে ইন্টারনেট বিভ্রাট

 

আরও পড়ুন: বঙ্গে আবারও দুর্যোগের আশঙ্কা

পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দুই বর্ধমান জেলারও প্রায় সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টিরও পূর্বাভাস আছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলার বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির কমতে পারে। তবে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত থাকতে পারে,  যার কারণে এরপরেও বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

নিম্নচাপের কারণে গভীর সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। আগামী ২ দিনে আরও অনেকটাই উত্তাল থাকবে। সেই কারণে ১৫ই অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলিতে জলোচ্ছ্বাস ও নিচু অঞ্চল জলমগ্ন হয়ে পড়তে পারে। দিঘা থেকে বকখালি পর্যন্ত উপকূল অঞ্চলে ৩ – ৪ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। রাজ্যের উপকূল থেকে দূরের জেলাগুলির বেশকিছু শহরাঞ্চল এবং যেসমস্ত নিচু এলাকায় ভারী বৃষ্টি হবে সেখানেও জলমগ্ন পরিস্থিতি তৈরি হবে। তবে এই বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টির কোনও হওয়ার সম্ভাবনা নেই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামী দুদিন বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

আপডেট : ১৩ অগাস্ট ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: নিম্নচাপের কারণে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের কাছে নিম্নচাপটি অবস্থান করছে। কলকাতা থেকে এটির দূরত্ব প্রায় ২২০ কিমি। নিম্নচাপটি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আরও কিছু শক্তি বৃদ্ধি করবে। ফলে রবিবার এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা বা পূর্ব মেদিনীপুর উপকূল ও সংলগ্ন উত্তর ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর পরি সেটি  ঝাড়খণ্ডের কাছে উত্তর ওড়িশা হয়ে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হতে পারে।

 

আরও পড়ুন: Rain forecast: দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা

নিম্নচাপটি সর্বোচ্চ গভীর নিম্নচাপে পরিণত হবে। উপযুক্ত পরিবেশ পেলে অতিগভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। এর ফলে আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হবে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া,  হুগলি কলকাতা ও নদিয়া জেলার প্রায় সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বেশকিছু জায়গায় ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Red Sea cable cut: লোহিত সাগরে কেবল কাটার জেরে দেশজুড়ে ইন্টারনেট বিভ্রাট

 

আরও পড়ুন: বঙ্গে আবারও দুর্যোগের আশঙ্কা

পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দুই বর্ধমান জেলারও প্রায় সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টিরও পূর্বাভাস আছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলার বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির কমতে পারে। তবে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত থাকতে পারে,  যার কারণে এরপরেও বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

নিম্নচাপের কারণে গভীর সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। আগামী ২ দিনে আরও অনেকটাই উত্তাল থাকবে। সেই কারণে ১৫ই অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলিতে জলোচ্ছ্বাস ও নিচু অঞ্চল জলমগ্ন হয়ে পড়তে পারে। দিঘা থেকে বকখালি পর্যন্ত উপকূল অঞ্চলে ৩ – ৪ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। রাজ্যের উপকূল থেকে দূরের জেলাগুলির বেশকিছু শহরাঞ্চল এবং যেসমস্ত নিচু এলাকায় ভারী বৃষ্টি হবে সেখানেও জলমগ্ন পরিস্থিতি তৈরি হবে। তবে এই বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টির কোনও হওয়ার সম্ভাবনা নেই।