০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে খারিজ রানা আইয়ুবের আবেদন  

ইমামা খাতুন
  • আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 14

পুবের কলম ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না ‘গুজরাত ফাইলস’-খ্যাত সাংবাদিক রানা আইয়ুব। গাজিয়াবাদ আদালতের সমনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিলেন। তার আইনজীবী যুক্তি দেখিয়েছিলেন, রানা আইয়ুবের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা মোটেও উত্তরপ্রদেশের ওই আদালতের এক্রিয়ারে পড়ে না।

 

আরও পড়ুন: ওয়াকফ নিয়ে দায়ের নতুন মামলা, গ্রহণই করল না সুপ্রিম কোর্ট

তারপর আবার সমন জারি করা হয়েছে। তার বিরুদ্ধে কোনও পূর্বাপরাধের মামলা নেই। তাহলে এভাবে সমন পাঠিয়ে হেনস্থা কেন? ‘ওয়াশিংটন পোস্ট’-এ লেখালেখির সুবাদে তাকে দেশের বাইরেও থাকতে হয়। এ ক্ষেত্রে হাজিরা দিতে অসুবিধা আছে। কিন্তু এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই যুক্তি আমলে নেননি। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, কোথায় অপরাধ হয়েছে, কোন আদালতের এক্তিয়ারে পড়ছে সেই এলাকা, সেটা অপরাধ প্রমাণের পর বোঝা যাবে। এরপরই আদালত আইয়ুবের আবেদন খারিজ করে দেয়।

আরও পড়ুন: সরকার Pegasus ব্যবহার করলে সমস্যা কোথায়? প্রশ্ন সুপ্রিম কোর্টের

 

আরও পড়ুন: মুর্শিদাবাদের হিংসা নিয়ে রাষ্ট্রপতি শাসনের আর্জি খারিজ করল Supreme Court

প্রসঙ্গত উল্লেখ্য, প্রখ্যাত সাংবাদিক রানা আইয়ুবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলার অভিযোগ তুলেছিল ইডি। গাজিয়াবাদের একটি আদালত সমনও পাঠিয়েছিল তাকে। সুপ্রিম কোর্ট এই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে সহায়তার জন্য ক্রাউড ফান্ডিং করেছিলেন আইয়ুব। সেই সময়ই ২.৬৯ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে ইডি-র অভিযোগ।

 

গত ডিসেম্বরে ওয়াশিংটনে তিনি ইউএস প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। বর্তমানে তিনি ‘ওয়াশিংটন পোস্ট’-এর জন্য নিয়মিত লিখছেন। গুজরাত দাঙ্গা নিয়ে লেখা ‘গুজরাত ফাইলস’ বইটি নিয়ে হইচই হয়েছিল এখন যেমন বিবিসি-র তথ্যচিত্র নিয়ে হচ্ছে। তারপর থেকেই বিজেপির টার্গেটে তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম কোর্টে খারিজ রানা আইয়ুবের আবেদন  

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না ‘গুজরাত ফাইলস’-খ্যাত সাংবাদিক রানা আইয়ুব। গাজিয়াবাদ আদালতের সমনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিলেন। তার আইনজীবী যুক্তি দেখিয়েছিলেন, রানা আইয়ুবের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা মোটেও উত্তরপ্রদেশের ওই আদালতের এক্রিয়ারে পড়ে না।

 

আরও পড়ুন: ওয়াকফ নিয়ে দায়ের নতুন মামলা, গ্রহণই করল না সুপ্রিম কোর্ট

তারপর আবার সমন জারি করা হয়েছে। তার বিরুদ্ধে কোনও পূর্বাপরাধের মামলা নেই। তাহলে এভাবে সমন পাঠিয়ে হেনস্থা কেন? ‘ওয়াশিংটন পোস্ট’-এ লেখালেখির সুবাদে তাকে দেশের বাইরেও থাকতে হয়। এ ক্ষেত্রে হাজিরা দিতে অসুবিধা আছে। কিন্তু এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই যুক্তি আমলে নেননি। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, কোথায় অপরাধ হয়েছে, কোন আদালতের এক্তিয়ারে পড়ছে সেই এলাকা, সেটা অপরাধ প্রমাণের পর বোঝা যাবে। এরপরই আদালত আইয়ুবের আবেদন খারিজ করে দেয়।

আরও পড়ুন: সরকার Pegasus ব্যবহার করলে সমস্যা কোথায়? প্রশ্ন সুপ্রিম কোর্টের

 

আরও পড়ুন: মুর্শিদাবাদের হিংসা নিয়ে রাষ্ট্রপতি শাসনের আর্জি খারিজ করল Supreme Court

প্রসঙ্গত উল্লেখ্য, প্রখ্যাত সাংবাদিক রানা আইয়ুবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলার অভিযোগ তুলেছিল ইডি। গাজিয়াবাদের একটি আদালত সমনও পাঠিয়েছিল তাকে। সুপ্রিম কোর্ট এই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে সহায়তার জন্য ক্রাউড ফান্ডিং করেছিলেন আইয়ুব। সেই সময়ই ২.৬৯ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে ইডি-র অভিযোগ।

 

গত ডিসেম্বরে ওয়াশিংটনে তিনি ইউএস প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। বর্তমানে তিনি ‘ওয়াশিংটন পোস্ট’-এর জন্য নিয়মিত লিখছেন। গুজরাত দাঙ্গা নিয়ে লেখা ‘গুজরাত ফাইলস’ বইটি নিয়ে হইচই হয়েছিল এখন যেমন বিবিসি-র তথ্যচিত্র নিয়ে হচ্ছে। তারপর থেকেই বিজেপির টার্গেটে তিনি।