০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দুদিন আইসিইউতে কাটিয়েও ২২ গজে বিধ্বংসী রিজওয়ান,মুগ্ধ ক্রিকেট বিশ্ব

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার
  • / 10

পুবের কলম ওয়েবডেস্কঃ দুদিন আইসিইউতে থেকে সোজা ২২ গজ ক্রিকেটের এক নতুন রুপকথা লিখলেন পাকিস্তানের মুহম্মদ রিজওয়ান। আইসিইউয়ে রিজওয়ানের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে ক্রিকেট বিশ্ব বিস্মিত কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন রিজওয়ান।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের ওপেন করতে নেমে রিজওয়ান ৫২ বলে ৬৭ রান করেন। পাক টিম ম্যানেজমেন্ট  জানায় সেমিফাইনাল খেলতে নামার আগে দু দিন আইসিইউতে ছিলেন রিজওয়ান।

আইসিইউতে শুয়ে থাকা এই ব্যক্তি কিভাবে দুদিনের মধ্যে মাঠে নেমে ওই ধরনের ইনিংস  উপহার দিতে পারেন তা মনে করেই কুর্নিশ জানাছেন ক্রিকেট অনুরাগীরা।

 জানা যাচ্ছে ফ্লুতে আক্রান্ত হন এক পাক ওপেনার। সংক্রমণ এতটাই গুরুতর ছিল যে পাক ম্যানেজমেন্ট প্ল্যান বি তৈরি রেখেছিলেন। কিন্তু অন্যরকম ভেবেছিলেন রিজ নিজে। দেশের হয়ে লড়াই তার কাছে নিজের শারীরিক অসুস্থতার থেকে অনেক বড় মনে হয়েছে।

তাই পাকিস্তান হারলেও ক্রিকেট অনুরাগীদের হৃদয় জয় করে নিলেন মুহাম্মদ রিজওয়ান।


                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুদিন আইসিইউতে কাটিয়েও ২২ গজে বিধ্বংসী রিজওয়ান,মুগ্ধ ক্রিকেট বিশ্ব

আপডেট : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দুদিন আইসিইউতে থেকে সোজা ২২ গজ ক্রিকেটের এক নতুন রুপকথা লিখলেন পাকিস্তানের মুহম্মদ রিজওয়ান। আইসিইউয়ে রিজওয়ানের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে ক্রিকেট বিশ্ব বিস্মিত কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন রিজওয়ান।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের ওপেন করতে নেমে রিজওয়ান ৫২ বলে ৬৭ রান করেন। পাক টিম ম্যানেজমেন্ট  জানায় সেমিফাইনাল খেলতে নামার আগে দু দিন আইসিইউতে ছিলেন রিজওয়ান।

আইসিইউতে শুয়ে থাকা এই ব্যক্তি কিভাবে দুদিনের মধ্যে মাঠে নেমে ওই ধরনের ইনিংস  উপহার দিতে পারেন তা মনে করেই কুর্নিশ জানাছেন ক্রিকেট অনুরাগীরা।

 জানা যাচ্ছে ফ্লুতে আক্রান্ত হন এক পাক ওপেনার। সংক্রমণ এতটাই গুরুতর ছিল যে পাক ম্যানেজমেন্ট প্ল্যান বি তৈরি রেখেছিলেন। কিন্তু অন্যরকম ভেবেছিলেন রিজ নিজে। দেশের হয়ে লড়াই তার কাছে নিজের শারীরিক অসুস্থতার থেকে অনেক বড় মনে হয়েছে।

তাই পাকিস্তান হারলেও ক্রিকেট অনুরাগীদের হৃদয় জয় করে নিলেন মুহাম্মদ রিজওয়ান।