০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ম্যান ইউ কোচকে যোগ্য মনে করেন না রোনাল্ডো

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 156

পুবের কলম ওয়েবডেস্কঃবর্তমানে নিজের ফুটবল কেরিয়ারে সবচেয়ে খারাপ সময় পার করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যান ইউ’র হয়ে টানা ম্যাচ খেলে গেলেও, গোল পাচ্ছেন না তিনি। রোনাল্ডোর অফ ফর্মের কারণে ম্যান ইউ’র খেলার খারাপ প্রভাব পড়েছে বলে মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা। অনেকের মতে, এর ফলে রোনাল্ডোর সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকের সম্পর্ক একেবারে ভেড়ে পড়েছে। রোনাল্ডো তো মনে করেন, রাংনিকের কোচিংয়ে কোনো গভীরতা নেই। তিনি একজন যোগ্য কোচের কোনওকিছুই রাংনিকের মধ্যে খুঁজে পান না। এতে দুজ’নের কেউ কাউকে সহ্য করতে পারেন না।

রেড ডেভিলসের হয়ে টানা ব্যর্থতার দায়ে আগের কোচ ওলে গুনার সোশ্যায়ারকে ছাঁটাই করার পর রাংনিককে হট সিটে বসায় ম্যান ইউ। যদিও দল পরিচালনার জন্য শীর্ষ তারকাদের সমর্থন পাচ্ছেন না তিনি। বিশেষ করে দলের অন্যতম তারকা খেলোয়াড় রোনাল্ডোর সঙ্গে নাকি একেবারেই মতের মিল হচ্ছে না রাংনিকের। আর এই বিভেদের প্রভাব পড়ছে দলের সামগ্রিক পারফরম্যান্সেও। দু’জনের মধ্যে পরিস্থিতি খারাপ হয় গত শুক্রবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে। সে ম্যাচে ড্রয়ের পর কোচ রাংনিক সবকিছুর জন্য রোনাল্ডোকে দায়ী করেন। চলতি মরশুমে রোনালদো এই ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু টানা গোলখরায় এখন পড়েছেন বিপাকে। চলছে সমালোচনাও। এর মধ্যে রোনাল্ডোকে দলের বাইরে রেখে  কাভানিকে মূল একাদশে খেলিয়েছেন রাংনিক। সেদিনও ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে রোনাল্ডোকে। শুধু রোনাল্ডো নয়, কোচের বিপক্ষে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে আর এক ম্যান ইউ ফুটবলারকে। এতে আগামীদিনে রাংনিক ক্লাবে একঘরে হয়ে যেতেন পারেন বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন: Sourav Ganguly: নেতৃত্বের মঞ্চে আবার সৌরভ গাঙ্গুলী

 

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল

 

আরও পড়ুন: ২২৫৩ কোটি টাকায় বিশ্বের সবচেয়ে দামী রোনাল্ডো

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ম্যান ইউ কোচকে যোগ্য মনে করেন না রোনাল্ডো

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃবর্তমানে নিজের ফুটবল কেরিয়ারে সবচেয়ে খারাপ সময় পার করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যান ইউ’র হয়ে টানা ম্যাচ খেলে গেলেও, গোল পাচ্ছেন না তিনি। রোনাল্ডোর অফ ফর্মের কারণে ম্যান ইউ’র খেলার খারাপ প্রভাব পড়েছে বলে মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা। অনেকের মতে, এর ফলে রোনাল্ডোর সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকের সম্পর্ক একেবারে ভেড়ে পড়েছে। রোনাল্ডো তো মনে করেন, রাংনিকের কোচিংয়ে কোনো গভীরতা নেই। তিনি একজন যোগ্য কোচের কোনওকিছুই রাংনিকের মধ্যে খুঁজে পান না। এতে দুজ’নের কেউ কাউকে সহ্য করতে পারেন না।

রেড ডেভিলসের হয়ে টানা ব্যর্থতার দায়ে আগের কোচ ওলে গুনার সোশ্যায়ারকে ছাঁটাই করার পর রাংনিককে হট সিটে বসায় ম্যান ইউ। যদিও দল পরিচালনার জন্য শীর্ষ তারকাদের সমর্থন পাচ্ছেন না তিনি। বিশেষ করে দলের অন্যতম তারকা খেলোয়াড় রোনাল্ডোর সঙ্গে নাকি একেবারেই মতের মিল হচ্ছে না রাংনিকের। আর এই বিভেদের প্রভাব পড়ছে দলের সামগ্রিক পারফরম্যান্সেও। দু’জনের মধ্যে পরিস্থিতি খারাপ হয় গত শুক্রবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে। সে ম্যাচে ড্রয়ের পর কোচ রাংনিক সবকিছুর জন্য রোনাল্ডোকে দায়ী করেন। চলতি মরশুমে রোনালদো এই ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু টানা গোলখরায় এখন পড়েছেন বিপাকে। চলছে সমালোচনাও। এর মধ্যে রোনাল্ডোকে দলের বাইরে রেখে  কাভানিকে মূল একাদশে খেলিয়েছেন রাংনিক। সেদিনও ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে রোনাল্ডোকে। শুধু রোনাল্ডো নয়, কোচের বিপক্ষে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে আর এক ম্যান ইউ ফুটবলারকে। এতে আগামীদিনে রাংনিক ক্লাবে একঘরে হয়ে যেতেন পারেন বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন: Sourav Ganguly: নেতৃত্বের মঞ্চে আবার সৌরভ গাঙ্গুলী

 

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল

 

আরও পড়ুন: ২২৫৩ কোটি টাকায় বিশ্বের সবচেয়ে দামী রোনাল্ডো