০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সন্তানকে হারালেন রোনাল্ডো,ট্যুইট করে জানালেন দুঃসংবাদ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার
  • / 59

Representative image

আরও পড়ুন: উইকেট তুলে নিয়ে সিরাজ হয়ে গেলেন রোনাল্ডো

পুবের কলম ওয়েবডেস্কঃ সদ্যোজাত সন্তানকে হারালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজেই ট্যুইট করে এই  দুঃসংবাদ দিয়েছেন এই পর্তুগীজ ফুটবল তারকা।

 

গত ২৮ অক্টোবর দ্বিতীয়বারের মতো যমজ সন্তানের বাবা হচ্ছেন বলে সুখবর জানিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোমবার ছিল সেই মাহেন্দ্রক্ষণ। দিনটি হতে পারতো রোনাল্ডো এবং তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজের জন্য অফুরান আনন্দের। কিন্তু জন্ম নেওয়ার আগে গর্ভেই মারা গেল তাদের যমজ সন্তানের একজন।

যে মারা গেছে, সে ছিল পুত্র সন্তান। তবে সুস্থভাবে জন্ম নিয়েছে যমজ সন্তানের মধ্যে আরেকজন,  যেটি মেয়ে। রোনাল্ডো  এই সুখবর এবং দুঃখের খবর দুটি একইসঙ্গে জানিয়েছেন। টুইটারে এক বিবৃতিতে রোনাল্ডো  লিখেছেন, ‘অতিশয় দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের ছোট্ট ছেলে না ফেরার দেশে চলে গেছে। যেকোনো বাবা-মায়ের জন্য এটি সবচেয়ে বড় কষ্টের খবর।’

তবে মেয়ের জন্মের মাধ্যমে সেই শোক কাটিয়ে ওঠার শক্তি সঞ্চারের চেষ্টা করছে রোনালদোর পরিবার। পর্তুগিজ স্ট্রাইগারের ভাষায়, ‘শুধুমাত্র মেয়ের জন্মের খবরটিই আমাদেরকে শক্তি দিচ্ছে এই মুহূর্ত শোক কাটিয়ে উঠতে এবং কিছু আনন্দের সময় কাটাতে।’

 

ক্রিশ্চিয়ানোর কে সমবেদনা জানিয়ে ট্যুইট করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবও। ট্যুইট বার্তায় ক্লাব কর্তৃপক্ষ লিখেছেন “ক্রিশ্চিয়ানো তোমার যন্ত্রণা আমাদের সবার। তোমাকে এবং তোমার পরিবারের সকলকে ভালোবাসা, প্রার্থনা করি এই কঠিন সময় কাটিয়ে ওঠো তোমরা।’’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সন্তানকে হারালেন রোনাল্ডো,ট্যুইট করে জানালেন দুঃসংবাদ

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার

আরও পড়ুন: উইকেট তুলে নিয়ে সিরাজ হয়ে গেলেন রোনাল্ডো

পুবের কলম ওয়েবডেস্কঃ সদ্যোজাত সন্তানকে হারালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজেই ট্যুইট করে এই  দুঃসংবাদ দিয়েছেন এই পর্তুগীজ ফুটবল তারকা।

 

গত ২৮ অক্টোবর দ্বিতীয়বারের মতো যমজ সন্তানের বাবা হচ্ছেন বলে সুখবর জানিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোমবার ছিল সেই মাহেন্দ্রক্ষণ। দিনটি হতে পারতো রোনাল্ডো এবং তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজের জন্য অফুরান আনন্দের। কিন্তু জন্ম নেওয়ার আগে গর্ভেই মারা গেল তাদের যমজ সন্তানের একজন।

যে মারা গেছে, সে ছিল পুত্র সন্তান। তবে সুস্থভাবে জন্ম নিয়েছে যমজ সন্তানের মধ্যে আরেকজন,  যেটি মেয়ে। রোনাল্ডো  এই সুখবর এবং দুঃখের খবর দুটি একইসঙ্গে জানিয়েছেন। টুইটারে এক বিবৃতিতে রোনাল্ডো  লিখেছেন, ‘অতিশয় দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের ছোট্ট ছেলে না ফেরার দেশে চলে গেছে। যেকোনো বাবা-মায়ের জন্য এটি সবচেয়ে বড় কষ্টের খবর।’

তবে মেয়ের জন্মের মাধ্যমে সেই শোক কাটিয়ে ওঠার শক্তি সঞ্চারের চেষ্টা করছে রোনালদোর পরিবার। পর্তুগিজ স্ট্রাইগারের ভাষায়, ‘শুধুমাত্র মেয়ের জন্মের খবরটিই আমাদেরকে শক্তি দিচ্ছে এই মুহূর্ত শোক কাটিয়ে উঠতে এবং কিছু আনন্দের সময় কাটাতে।’

 

ক্রিশ্চিয়ানোর কে সমবেদনা জানিয়ে ট্যুইট করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবও। ট্যুইট বার্তায় ক্লাব কর্তৃপক্ষ লিখেছেন “ক্রিশ্চিয়ানো তোমার যন্ত্রণা আমাদের সবার। তোমাকে এবং তোমার পরিবারের সকলকে ভালোবাসা, প্রার্থনা করি এই কঠিন সময় কাটিয়ে ওঠো তোমরা।’’