২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোলে ফিরলেন রোনাল্ডো, জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
  • / 49

পুবের কলম ওয়েবডেস্ক : টানা ছয় ম্যাচে গোলহীন ছিলেন দলের এক নম্বর তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার মধ্যে কোচ রাংনিকের সঙ্গে বার বার ঝামেলায় জড়িয়ে পড়ছিলেন। যার জেরে ম্যান ইউ কোচ রোনাল্ডোকে সেভাবে মাঠে নামার সুযোগ দিচ্ছিলেন না। তবে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে মাঠে নেমে নিজের ফুটবল জাত চিনিয়ে দিলেন সিআরসেভেন।ম্যাচের দ্বিতীয়ার্ধে পর্তুগিজ ফরোয়ার্ড ফিরলেন চেনা আগ্রাসী রূপে। দারুণ এক গোল করে বেরিয়ে এলেন ব্যর্থতার বৃত্ত থেকে। তার গোলের ওপর ভর করে প্রিমিয়ার লিগে জয়ে ফিরল তার ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও।

মঙ্গলবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রতিপক্ষ ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইউনাইটেড। লিগে টানা দুই ড্রয়ের পর জয়ের স্বাদ পেল রাংনিকের দল। একই সঙ্গে লিগ টেবিলেও এক ধাপ ওপরে উঠল তারা। লিগে বর্তমানে চতুর্থ স্থানে তারা। প্রতিপক্ষের মাঠে শুরুতে দারুণ খেলা ব্রাইটন দ্বিতীয়ার্ধের পুরোটা সময় খেললো একজন ফুটবলার কম নিয়ে। ক্রসবার পথ আগলে দাঁড়ানোয় সমতায় ফেরা হয়নি তাদের। এ ম্যাচের প্রথমার্ধে রোনাল্ডো, জেডন স্যাঞ্চোরা নিজেদের ছায়া হয়ে থাকায় খেলায় আধিপত্য ধরে রাখে ব্রাইটন। যদিও তাতে তারা গোল পায়নি।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল

গোটা ম্যাচের প্রথমার্ধ জুড়ে রোনাল্ডো নিষ্প্রভ থাকলেও, দ্বিতীয়ার্ধের শুরুতে ঝলক দেখান তিনি। তাতেই এগিয়ে যায় ইউনাইটেড। স্কট ম্যাকটমিনের পাস ধরে একটু এগিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ঠিক উপর থেকে ডান পায়ের বাঁকানো শটে খুঁজে নেন জাল। এটা ছিল নতুন বছরে পর্তুগিজ ফরোয়ার্ডের প্রথম গোল। ৫১তম মিনিটে গোল হজমের তিন মিনিট পর আরেক ধাক্কায় কোণঠাসা হয়ে পড়ে ব্রাইটন। দ্বিতীয়ার্ধের ছয় মিনিট যোগ করা সময়ের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্ডেজ। প্রতি-আক্রমণ থেকে একক প্রচেষ্টায় নিজেদের অর্ধ থেকে এক ছুটে এসে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি। ২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইউনাইটেড। এক ম্যাচ কম খেলা চেলসি ৪৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল। শীর্ষে ৬৩ পয়েন্ট নিয়ে ম্যানসিটি।

আরও পড়ুন: ২২৫৩ কোটি টাকায় বিশ্বের সবচেয়ে দামী রোনাল্ডো

 

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গোলে ফিরলেন রোনাল্ডো, জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : টানা ছয় ম্যাচে গোলহীন ছিলেন দলের এক নম্বর তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার মধ্যে কোচ রাংনিকের সঙ্গে বার বার ঝামেলায় জড়িয়ে পড়ছিলেন। যার জেরে ম্যান ইউ কোচ রোনাল্ডোকে সেভাবে মাঠে নামার সুযোগ দিচ্ছিলেন না। তবে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে মাঠে নেমে নিজের ফুটবল জাত চিনিয়ে দিলেন সিআরসেভেন।ম্যাচের দ্বিতীয়ার্ধে পর্তুগিজ ফরোয়ার্ড ফিরলেন চেনা আগ্রাসী রূপে। দারুণ এক গোল করে বেরিয়ে এলেন ব্যর্থতার বৃত্ত থেকে। তার গোলের ওপর ভর করে প্রিমিয়ার লিগে জয়ে ফিরল তার ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও।

মঙ্গলবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রতিপক্ষ ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইউনাইটেড। লিগে টানা দুই ড্রয়ের পর জয়ের স্বাদ পেল রাংনিকের দল। একই সঙ্গে লিগ টেবিলেও এক ধাপ ওপরে উঠল তারা। লিগে বর্তমানে চতুর্থ স্থানে তারা। প্রতিপক্ষের মাঠে শুরুতে দারুণ খেলা ব্রাইটন দ্বিতীয়ার্ধের পুরোটা সময় খেললো একজন ফুটবলার কম নিয়ে। ক্রসবার পথ আগলে দাঁড়ানোয় সমতায় ফেরা হয়নি তাদের। এ ম্যাচের প্রথমার্ধে রোনাল্ডো, জেডন স্যাঞ্চোরা নিজেদের ছায়া হয়ে থাকায় খেলায় আধিপত্য ধরে রাখে ব্রাইটন। যদিও তাতে তারা গোল পায়নি।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল

গোটা ম্যাচের প্রথমার্ধ জুড়ে রোনাল্ডো নিষ্প্রভ থাকলেও, দ্বিতীয়ার্ধের শুরুতে ঝলক দেখান তিনি। তাতেই এগিয়ে যায় ইউনাইটেড। স্কট ম্যাকটমিনের পাস ধরে একটু এগিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ঠিক উপর থেকে ডান পায়ের বাঁকানো শটে খুঁজে নেন জাল। এটা ছিল নতুন বছরে পর্তুগিজ ফরোয়ার্ডের প্রথম গোল। ৫১তম মিনিটে গোল হজমের তিন মিনিট পর আরেক ধাক্কায় কোণঠাসা হয়ে পড়ে ব্রাইটন। দ্বিতীয়ার্ধের ছয় মিনিট যোগ করা সময়ের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্ডেজ। প্রতি-আক্রমণ থেকে একক প্রচেষ্টায় নিজেদের অর্ধ থেকে এক ছুটে এসে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি। ২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইউনাইটেড। এক ম্যাচ কম খেলা চেলসি ৪৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল। শীর্ষে ৬৩ পয়েন্ট নিয়ে ম্যানসিটি।

আরও পড়ুন: ২২৫৩ কোটি টাকায় বিশ্বের সবচেয়ে দামী রোনাল্ডো

 

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের