রাশিয়া-ইসরাইল সম্পর্ক তলানিতে

- আপডেট : ২২ জুন ২০২২, বুধবার
- / 176
বিশেষ প্রতিবেদনঃ ইসরাইলের বেশ কিছু পদক্ষেপ ও তৎপরতার কারণে রাশিয়ার সঙ্গে দেশটির সম্পর্ক তলানিতে ঠেকেছে। সম্প্রতি দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলের বোমাবর্ষণ, ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সমর্থন এবং রাশিয়ার বিকল্প হিসেবে ইইউ দেশগুলোতে গ্যাস সরবরাহের জন্য চুক্তি নিয়ে তেল আবিবের প্রতি মস্কো ক্ষুব্ধ হয়েছে।
সিরিয়ার দামাস্কাস বিমানবন্দরে হামলার জেরে রাশিয়ার বাণিজ্যিক পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে সিরিয়ায় ইসরাইলের আসল উদ্দেশ্য নিয়ে সওয়াল তুলেছে রাশিয়া। ২০১৩ সাল থেকে সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথম বিমানবন্দরে হামলা চালাল তেল আবিব।
সিরিয়ার বিমানবন্দরে ওই হামলার পর রাশিয়া ইসরাইলের রাষ্ট্রদূত অ্যালেক্স বেন-জভিকে তলব করে। তার কাছে বোমা হামলার কারণ জানতে চাওয়া হয়। রাশিয়ার উপ বিদেশমন্ত্রী মিখাইল বোগদানভ বলছেন, ক্রেমলিন সিরিয়াকে অন্য দেশের যুদ্ধক্ষেত্র হতে দেবে না। রাশিয়া বলেছে, দামাস্কাস বিমানবন্দরে হামলা একটি দায়িত্বজ্ঞানহীন কাজ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরাইলকে অবশ্যই এই শয়তানি বন্ধ করতে হবে।
ইসরায়েল তার সাফাইয়ে জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদন এবং স্যাটেলাইট চিত্রের ঝুকিপূর্ণ তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয়েছে। দামাস্কাস বিমানবন্দরের রানওয়ের কাছে নাকি ভারী ও ঝুকিপূর্ণ যানবাহন দেখা গিয়েছিল। সিরিয়া ছাড়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সমর্থন করা নিয়েও তেল আবিবের ওপর চটেছে রাশিয়া।