২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিবাহিত মহিলাকে গর্ভধারণে সাহায্যের  প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গুজরাতে গ্রেফতার এক সাধু  

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ জানুয়ারী ২০২৩, রবিবার
  • / 44

প্রতীকী ছবি

 

 

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

 

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

 

আরও পড়ুন: ১৫০ কিলোমিটার গতিবেগে বৃহস্পতিবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বিপর্যয়, গুজরাটে জারি হাই অ্যালার্ট

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতে পঞ্চমহল গ্রামীণ পুলিশ শনিবার এক বিবাহিতা মহিলাকে ধর্ষণের অভিযোগে রামকৃষ্ণ কুমার নামে এক সাধুকে গ্রেফতার  করেছে।ইন্সপেকটর আর আর বারোট সংবাদমাধ্যমকে জানিয়েছেন শুক্রবার স্থানীয় থানায় এক বিবাহিত মহিলা অভিযোগ দায়ের করেন। তারপরেই প্রকাশ্যে আসে  বিষয়টি।ওই মহিলা জানিয়েছেন বিবাহিত জীবনের ১০ বছর পেরিয়ে যাওয়ার পরেও  তিনি সন্তানধারণ করতে পারেননি। তাই তিনি নিয়মিত টিম্বি আশ্রমের রাম টেকরি মন্দিরে যেতেন। এই আশ্রমেই তিনি কৃষ্ণকুমার নামে একজন সাধুর সংস্পর্শে আসেন।

 

যিনি তাকে  সন্তান ধারণ করতে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। ওই মহিলার আরও দাবি কিছু ধর্মীয় আচার পালন করলেই তিনি সন্তান ধারন করতে পারবন। এমনটাই প্রতিশ্রুতি দেন কৃষ্ণকুমার।শুক্রবার ফোন করে ধর্মীয় আচার পালনের জন্য মহিলাকে ডাকা হয় আশ্রমে। তিনি আশ্রমে পৌঁছালে সেখানে তাকে ধর্ষণ  করা হয় বলে অভিযোগ।  এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই মহিলা কমিশনের সদস্যদের একাংশ বলছেন ২১ শতকেও দাঁড়িয়েও শুধুমাত্র কুসংস্কার এবং পারিবারিক চাপ মহিলাদের এই হেন পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। সন্তান না হলে বংশরক্ষা হবেনা, তাই যেকোন উপায়ে সন্তান চাই, যার সুযোগ নিচ্ছে ধর্মের মোড়কে আত্মগোপন করে থাকা কিছু ভন্ড।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিবাহিত মহিলাকে গর্ভধারণে সাহায্যের  প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গুজরাতে গ্রেফতার এক সাধু  

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৩, রবিবার

 

 

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

 

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

 

আরও পড়ুন: ১৫০ কিলোমিটার গতিবেগে বৃহস্পতিবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বিপর্যয়, গুজরাটে জারি হাই অ্যালার্ট

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতে পঞ্চমহল গ্রামীণ পুলিশ শনিবার এক বিবাহিতা মহিলাকে ধর্ষণের অভিযোগে রামকৃষ্ণ কুমার নামে এক সাধুকে গ্রেফতার  করেছে।ইন্সপেকটর আর আর বারোট সংবাদমাধ্যমকে জানিয়েছেন শুক্রবার স্থানীয় থানায় এক বিবাহিত মহিলা অভিযোগ দায়ের করেন। তারপরেই প্রকাশ্যে আসে  বিষয়টি।ওই মহিলা জানিয়েছেন বিবাহিত জীবনের ১০ বছর পেরিয়ে যাওয়ার পরেও  তিনি সন্তানধারণ করতে পারেননি। তাই তিনি নিয়মিত টিম্বি আশ্রমের রাম টেকরি মন্দিরে যেতেন। এই আশ্রমেই তিনি কৃষ্ণকুমার নামে একজন সাধুর সংস্পর্শে আসেন।

 

যিনি তাকে  সন্তান ধারণ করতে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। ওই মহিলার আরও দাবি কিছু ধর্মীয় আচার পালন করলেই তিনি সন্তান ধারন করতে পারবন। এমনটাই প্রতিশ্রুতি দেন কৃষ্ণকুমার।শুক্রবার ফোন করে ধর্মীয় আচার পালনের জন্য মহিলাকে ডাকা হয় আশ্রমে। তিনি আশ্রমে পৌঁছালে সেখানে তাকে ধর্ষণ  করা হয় বলে অভিযোগ।  এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই মহিলা কমিশনের সদস্যদের একাংশ বলছেন ২১ শতকেও দাঁড়িয়েও শুধুমাত্র কুসংস্কার এবং পারিবারিক চাপ মহিলাদের এই হেন পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। সন্তান না হলে বংশরক্ষা হবেনা, তাই যেকোন উপায়ে সন্তান চাই, যার সুযোগ নিচ্ছে ধর্মের মোড়কে আত্মগোপন করে থাকা কিছু ভন্ড।